পড়াশোনা
1 min read

অধ্যায়-১৭: ক্যাবল জয়েন্ট ও টার্মিনেশন, এসএসসি ভোকেশনাল প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. ক্যাবল টার্মিনেশন কাকে বলে?

উত্তরঃ কার্যক্ষেত্রে ওভারহেড লাইনের সাথে ক্যাবল সংযোগের জন্য বিশেষ প্রক্রিয়ায় যে বিন্যাস করতে হয় তাকে ক্যাবল টার্মিনেশন বলে।

প্রশ্ন-২. পেপার ইনসুলেটেড ক্যাবলের টার্মিনেশনে কি ধরনের ঢালাই লোহার সংযোজন বাক্স ব্যবহার করা হয়?

উত্তরঃ সাধারণত পেপার ইনসুলেটেড ক্যাবলের টার্মিনেশনে যৌগপূর্ণ ঢালাই লোহার সংযোজন বাক্স ব্যবহার করা হয়।

প্রশ্ন-৩. ডিস্ট্রিবিউশন বোর্ড বা সুইচগিয়ার এবং ট্রান্সফরমারের ক্ষেত্রে ক্যাবলের টার্মিনেশনে কী ধরনের বাক্স ব্যবহৃত হয়?

উত্তরঃ ডিস্ট্রিবিউশন বোর্ড বা সুইচগিয়ার এবং ট্রান্সফরমারের ক্ষেত্রে ক্যাবলের টার্মিনেশনে সিলিং বাক্স ব্যবহৃত হয়।

প্রশ্ন-৪. ক্যাবল টার্মিনেশন করার পদক্ষেপগুলো লেখ।

উত্তরঃ ক্যাবল টার্মিনেশন করার পদক্ষেপগুলো হলোঃ

১। মালামালের তালিকা প্রস্তুত করা।

২। কন্ডাক্টরের আবরণ সরানো।

৩। কন্ডাক্টর প্রস্তুত করা।

৪। সোল্ডারিং করা।

৫। টেপিং করা।

৬। ক্যাবলের কোরগুলোকে সংযোজন করা।

প্রশ্ন-৫. ক্যাবলের জয়েন্ট বলতে কি বুঝ?

উত্তরঃ ক্যাবলে বিদ্যুৎ প্রবাহের অবিচ্ছিন্ন পথ তৈরির উদ্দেশ্যে দু’ক্যাবলের ইন্সলেশন ড্রেস করে নির্দিষ্ট নিয়মে আনুষঙ্গিক সরঞ্জামাদির সাহায্যে জোড়া দেওয়াকে ক্যাবল জয়েন্ট বলে।

প্রশ্ন-৬। ক্যাবলের কোর কিভাবে সংযোজন করতে হয়?

উত্তরঃ ক্যাবলের কোরগুলোকে প্রয়োজনমত বাঁকিয়ে নিতে হয় যেন বক্সের ও বুশিং এর সাথে খাপ খায়। কোরগুলোকে ফেজের পর্যায়ক্রমে সাজাতে হবে। টার্মিনেশন বক্সের বুর্শিং এর তামার দন্ডের লক নাট খুলে নিতে হবে। কন্ডাক্টরের মাথার লক বুশিং দণ্ডে পরিয়ে লক নাট আটকাতে হয়।

Rate this post