Similar Posts
কোষ বিভাজন কাকে বলে?
কোষ বিভাজন কাকে বলে? যে প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণী কোষের কোষ বিভাজন ঘটে, সেই প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে।
অস্থিবন্ধনী কাকে বলে?
অস্থিবন্ধনী কাকে বলে? পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় যে স্থিতিস্থাপক বন্ধনী দ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে অস্থিবন্ধনী বলে। অস্থিবন্ধনী শ্বেততন্তু ও পীততন্তুর সমন্বয়ে গঠিত।
নিষ্ক্রিয় বা পরোক্ষ প্রতিরক্ষা কাকে বলে?
নিষ্ক্রিয় বা পরোক্ষ প্রতিরক্ষা কাকে বলে? কোনো অ্যান্টিজেনের সাড়ায় নিজ দেহে তৈরির পরিবর্তে বাইরের কোনো উৎস হতে তৈরিকৃত অ্যান্টিবডি দেহের মধ্যে প্রবেশ করলে যে প্রতিরক্ষা সৃষ্টি হয় তাকে নিষ্ক্রিয় বা পরোক্ষ প্রতিরক্ষা বলে। এভাবে সৃষ্ট প্রতিরক্ষা ক্ষণস্থায়ী হয়।
সেরিবেলাম কাকে বলে?
সেরিবেলাম কাকে বলে? মানুষের মস্তিষ্কে অবস্থিত পনসের পৃষ্ঠীয় ভাগে অবস্থিত খণ্ডাংশটিকে বলা হয় সেরিবেলাম। এর বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ ও ভেতরের দিকে শ্বেত পদার্থ থাকে। সেরিবেলাম দেহের পেশির টান নিয়ন্ত্রণ, চলনে সমন্বয় সাধন, দেহের ভারসাম্য রক্ষা ইত্যাদি কার্যাবলি নিয়ন্ত্রণ করে।
প্লাজমা মেমব্রেনের কাজ কি?
প্লাজমা মেমব্রেনের কাজ কি? প্লাজমা মেমব্রেন এর কাজ নিম্নরূপ – ১) কোষকে নির্দিষ্ট আকার প্রদান করে। ২) কোষ এর অভ্যন্তরীণ সকল বস্তুকে ঘিরে রাখে। ৩) বাইরের প্রতিকুল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। ৪) কোষের বাইরে এবং ভিতরে পদার্থের স্থানান্তর নিয়ন্ত্রণ ও সমন্বয় করে। ৫) বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে।
কিউটিকল কি? | কিউটিকল বলতে কি বোঝায় (cuticle)
কিউটিকল কি? উদ্ভিদের বহিঃত্বকে বিশেষ করে পাতার উপরে ও নিচে কিউটিনের আবরণ থাকে। এ আবরণকে কিউটিকল বলে। কিউটিকল কি এবং কিউটিকল বলতে কি বুঝাইতে আজকের এই পোষ্টের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করি। বিভিন্ন পরীক্ষায় আসার মত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কিউটিকল কি। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা যখন কিউটিকল সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন…