Modal Ad Example
পড়াশোনা

বহিপীর নাটকের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

1 min read

এসএসসি (SSC) ২০২২ – বাংলা ১ম পত্র

১. ‘Drama’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

ক. Dracim খ. Dramia

গ. Dracinateঘ. Dracin

সঠিক উত্তর : ঘ

২. ‘বিয়ে পাগলা বুড়ো’ নাটকের রচয়িতা কে?

ক. দীনবন্ধু মিত্র

খ. মীর মশাররফ হোসেন

গ. গিরিশচন্দ্র ঘোষ

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর : ক

৩. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে

গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে

সঠিক উত্তর : খ

৪. ‘বহিপীর’ নাটকে কোন ঋতুর উল্লেখ রয়েছে?

ক. বর্ষাকাল  খ. হেমন্তকাল

গ. শরৎকাল ঘ. শীতকাল

সঠিক উত্তর : খ

৫. ‘বহিপীর’ নাটকে বজরাটি কোন দিকে খোলা?

ক. মঞ্চের দিকে খ. দর্শকের দিকে

গ. ডান দিকে ঘ. বাঁ দিকে

সঠিক উত্তর : খ

৬. হাতেম আলির মুখে কিসের ছাপ?

ক. চিন্তার খ. আনন্দের

গ. সুখের ঘ. বিষাদের

সঠিক উত্তর : ক

৭. বজরার সামনের পাটাতনের যে দৃশ্য ফুটে উঠেছে তা হচ্ছে—

i. একটি চাকর মসলা পিষছে

ii. মাঝি আপন মনে দড়ি পাকাচ্ছে

iii. হকিকুল্লাহ্ হুঁকা টানছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৮. হাতেম আলি সম্পর্কে বলা যায়—

i. বয়স পঞ্চাশের মতো

ii. মুখে চিন্তার ছাপ

iii. কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৯. হাশেম আলির চারিত্রিক বৈশিষ্ট্যে প্রকাশ পেয়েছে—

i. বদমেজাজ

ii. অস্থির মতি

iii. মানবীয় মূল্যবোধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও iiখ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মা–বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে না বলে জ্যোতি বাড়ি ছেড়ে ঢাকায় গিয়ে একটি চাকরি নেয়। স্বাধীনভাবে বাঁচতে ও জীবনকে সুন্দর করে সাজাতে সে জীবন সংগ্রামে অংশ নিতে চায়।

১০. উদ্দীপকের জ্যোতির সঙ্গে ‘বহিপীর’ নাটকের তাহেরার সাদৃশ্য পাওয়া যায় কোন দিক থেকে?

ক. চাপিয়ে দেওয়া বিয়ে না করার দিক থেকে

খ. পছন্দ করা ছেলে ছিল বলে

গ. চাকরি করার মানসিকতার দিক থেকে

ঘ. সাহসিকতার দিক থেকে

সঠিক উত্তর : ক

১১.উভয়ের বাড়ি থেকে চলে যাওয়ার কারণ হিসেবে বলা যায়—

i. বিয়েতে তাদের অভিমত নেওয়া হয়নি বলে

ii. ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপের কারণে

iii. পাত্র বয়স্ক ছিল বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

১২. ‘শাবাশ মেয়ে তুমি’ এ কথাটি খোদেজা তাহেরাকে কেন বলেছিল?

ক. বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে

খ. ঘর ছেড়ে পালিয়েছে বলে

গ. অনেক সাহসী বলে

ঘ. মা নেই বলে

সঠিক উত্তর : ক

১৩. নৌকাটি এক মিনিটে আধা ডোবা হয়ে গেল কেন?

ক. ফুটো হওয়ায়

খ. ধাক্কা লাগায়

গ. পানি না ফেলায়

ঘ. লোক বেশি থাকায়

সঠিক উত্তর : খ

১৪. তাহেরা কাকে ভালো না দেখলেও গলা অনেক শুনেছে?

ক. বহিপীরকেখ. হাশেম আলিকে

গ. জমিদারকে ঘ. হাতেম আলিকে

সঠিক উত্তর : ক

১৫. হাশেম কলেজ পড়া শেষ করে কী দিতে চায়?

ক. স্কুল খ. কলেজ

গ. ছাপাখানাঘ. খাবারের দোকান

সঠিক উত্তর : গ

১৬. ‘বহিপীর’ নাটকের কেন্দ্রীয় চরিত্র কোনটি?

ক. বহিপীরখ. হাশেম

গ. তাহেরা   ঘ. জমিদার

সঠিক উত্তর : ক

১৭. বহিপীরের মতে, কথ্য ভাষায়—

i. পবিত্রতা নেই

ii. গাম্ভীর্য নেই

iii. খোদার বাণী বহন করার ক্ষমতা নেই

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

১৮. তাহেরা নিজেকে বহিপীরের বিবি বলে অস্বীকার করার কারণ—

i. কখনো তাকে দেখেনি বলে

ii. কখনো তার ঘর করেনি বলে

iii. বিয়েতে কবুল বলেনি বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

১৯. বহিপীরের মতে, পুত্র-কন্যার শিক্ষাদীক্ষার ভার কার ওপর ন্যস্ত থাকে?

ক. পিতা-মাতারখ. শিক্ষকের

গ. ভাইবোনের ঘ. দাদা-দাদির

সঠিক উত্তর : ক

২০. বহিপীর তাহেরাকে যেসব কারণে বিয়ে করেন—

i. তাহেরা বেশ সুন্দরী

ii. তাহেরার বংশ খানদানি

iii. তাঁর প্রথম স্ত্রী ১৪ বছর আগে মারা গেছেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x