পড়াশোনা

HSC আইসিটি ৪র্থ অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

1 min read

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বে উচ্চ মাধ্যমিক আইসিটি বিষয়ের ৪র্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। আশা করি উপকারে আসবে।

প্রশ্ন-১. বর্তমান ওয়েবপেইজে Hyperlink একটি গুরুত্বপূর্ণ উপাদান– ব্যাখ্যা কর।

উত্তরঃ হাইপারলিঙ্ক হচ্ছে একটি ওয়েবপেইজের কোন একটি অংশের সাথে বা কোন পেইজের সাথে অন্যান্য পেইজের সংযোগ স্থাপন করা। লিঙ্কের সিনট্যাক্সটি নিম্নরুপঃ

<a herf=“url”> link text </a>

হাইপারলিঙ্কে ক্লিক করে একই ডকুমেন্টের ভিন্ন পেইজে অথবা একই ডকুমেন্টের ভিন্ন কোন অবস্থানে অথবা ভিন্ন কোন ডকুমেন্টের ভিন্ন কোন পেইজে যাওয়া যায়। সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করে জানা যায়। ব্রাউজকারির সময় সাস্রয় হয়। তাই বর্তমানে ওয়েব পেইজে Hyperlink একটি গুরুত্বপূর্ণ উপাদান।

প্রশ্ন-২  <Font> ট্যাগের অ্যাট্রিবিউটসমূহ ব্যাখ্যা কর।

উত্তরঃ <font face=“fontname” size=“sizenumber” color=“colorname”>Text </font>

এখানে font ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে face, size  ও color।

face অ্যাট্রিবিউট বিভিন্ন ফন্টের নাম বহন করবে এবং size ফন্টের সাইজ পরিবর্তনের ক্ষেত্রে ব্যাবহৃত হয়। color ফন্টের রং নির্ধারণ করে।

প্রশ্ন-৩. ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তরঃ প্রতিটি ওয়েবসাইটের যে স্বতন্ত্র নাম থাকে তাকে ডোমেইন নেম বলা হয়। ডোমেইন নেম হবে এক এবং অদ্বিতীয়। ডোমেইন নেমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, যাতে করে একই নাম অন্য কেউ না পায়। DNS পদ্ধতিতে ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয়। এখানে www.microsoft.com ডোমেইন নেম এ দুটি অংশ দেখা যাচ্ছে। ডোমেইন নেমের ডট পরের অংশটিকে টপ লেভেল ডোমেইন বলে। এটি দেখে সহজেই বুঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের। এজন্য যেকোনো ধরনের ওয়েবসাইটের জন্য ডোমেইন নেম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশ্ন-৪. Hosting ওয়েবসাইট পাবলিকেশনের একটি গুরুত্বপূর্ণ ধাপ– বুঝিয়ে লেখ।

উত্তরঃ ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব Hosting বলা হয়। ওয়েব Hosting হল স্থান (অর্থাৎ সার্ভার স্পেস ) যেখানে টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও সংবলিত ওয়েবপেইজ রাখা হয়। ওয়েব Hosting ছাড়া ওয়েবসাইট প্রদর্শিত হয় না তাই Hosting  ওয়েবসাইট পাবলিকেশনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

প্রশ্ন-৫. ওয়েবপেইজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা কর।

উত্তরঃ ওয়েব পেইজ হল এক ধরনের ওয়েব ডকুমেন্ট world wide web ও ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত। ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেটে ওয়েব পেইজ প্রদর্শনের কাজ করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েব পেইজ ব্রাউজারের মাধ্যমে প্রদর্শিত হয়। তাই ওয়েব পেইজ ব্রাউজার একে অপরের সাথে সম্পর্কিত।

প্রশ্ন-৬. “IP Address এর চেয়ে Domain Name ব্যবহার সুবিধাজনক”  ব্যাখ্যা কর।

উত্তরঃ “IP Address এর চেয়ে   Domain Name ব্যবহার সুবিধাজনক” কারন  IP Address এর জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর। তাই IP Address কে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোন নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলে। যেমন IP Address 173.248.140.183 এর পরিবর্তে www.facebook.com ডোমেইন নেম ব্যবহার করা যায়।

প্রশ্ন-৭. ওয়েব পেইজ ডিজাইনে HTML এর গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তরঃ ওয়েব পেইজ ডিজাইনে HTML এর অনেক গুরুত্ব রয়েছে। কারন HTML এর সাহায্যে–

১. কোন পেইজের তথ্যকে যেকোনো স্থানে সরানো যায়।

২. প্রতিটি ব্রাউজার HTML সমর্থন করে।

৩. শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ।

৪. পেইজের সাইজ কম হওয়ায় খরচ কম হয়।

প্রশ্ন-৮. ডোমেইন নেম রেজিট্রেশন করতে হয় কেন?

উত্তরঃ IP Address কে সহজে ব্যবহার করার জন্য ইংরেজি অক্ষরের কোন একটি নাম ব্যবহার করা হয়।  ক্যারেক্টার ফর্মে দেওয়া কম্পিউটারে এরূপ নামেই ডোমেইন নেম। প্রতিটি ডোমেইন নেম ইউনিক এবং এর সাথে একটি ইউনিক IP Address বরাদ্দ করা হয়েছে। একটি ডোমেইন নেইম সার্ভারে রেজিট্রেশন করলে তা সারা বিশ্বে অদ্বিতীয় নামে চিহ্নিত হয় এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঐ Address টি আর অন্য কেউ ব্যবহার করতে পারে না। এ কারনে ডোমেইন নেইম রেজিট্রেশন করতে হয়।

প্রশ্ন-৯. <img> বুঝিয়ে লেখ।

উত্তরঃ একটি ওয়েব পেইজের গুরুত্বপূর্ণ উপাদান সমুহের একটি হচ্ছে ইমেজ। একটি ওয়েব পেইজকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য ব্যানারসহ ইমেজ বা চিত্র যুক্ত করতে হয়। <img> ট্যাগটি শুন্য অর্থাৎ এটি কেবল অ্যাট্রিবিউট বহন করে এবং এর কোন closing ট্যাগ নেই। পেইজে কোন চিত্র বা ইমেজ ব্যবহার করতে হলে src (source) অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। যেমনঃ  <img src=”pic.jpg”>।

2.2/5 - (4 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x