গ্রেগর জোহান মেন্ডেল কে ছিলেন?
জীবের চরিত্রগত ও গঠনগত বৈশিষ্ট্যাবলী এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে প্রায় অপরিবর্তিত অবস্থায় সঞ্চারিত হয়। এই ব্যবস্থাকে বলা হয় বংশগতি। আর বিজ্ঞানের যে শাখায় বংশগতির নিয়মাবলী আলোচনা করা হয় তাকে বলা হয় জীনতত্ত্ব বা জেনেটিক্স। অর্থাৎ বংশগতি নিয়ন্ত্রনে সক্ষম, ক্রোমোজোমের একক অংশ জিনের গঠন কাজ কার্যপদ্ধতি এবং বংশগতি ক্ষেত্রে জিনের (মেন্ডেলের ফ্যাক্টর) ভুমিকা ও কার্যপ্রণালী…