ব্যাকটেরিয়া গুলো বিভিন্ন আকার- আকৃতির হয়ে থাকে। এরা প্রস্থে ০.২ থেকে ২.০ মাইক্রোমিটার এবং দৈর্ঘ্যে ২.০ থেকে ৮.০ মাইক্রোমিটার হয়ে থাকে। তাদের কিছু মৌলিক আকার আছে। যেমন-
-coccus বা গোলাকার।
-bacillus বা দন্ডাকার।
-spiral বা সর্পিলাকার।
Coccus বা গোলাকারঃ
কক্কাস ব্যাকটেরিয়াগুলো দেখতে গোলাকার বা ডিম্বাকার হয়। কক্কাসগুলো আবার বিভিন্ন প্রকার।
i) মাইক্রোকক্কাস (micrococcus):
এই ধরনের ব্যাকটেরিয়াগুলো গোলাকার এবং একাকী থাকে। যেমন- Micrococcus denitrificans.
ii) ডিপ্লোকক্কাস (diplococcus):
এরা সবসময় জোড়ায় জোড়ায় থাকে।
যেমন- diplococcus pneumoniae.
iii) স্ট্রেপ্টোকক্কাস (streptococcus):
এরা একটি লম্বা চেইনের মত সাজানো থাকে।
যেমন- streptococcus lactis.
iv) টেট্রাড (Tetrad):
এরা দুইটি সমতলে বিভক্ত এবং চারটি ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করে।
v)সারসিনি (sarcinae):
এরা তিনটি সমতলে বিভক্ত এবং আটটি ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করে। যেমন- sarsinae lutea.
vi) স্ট্যাফাইলোকক্কাই (staphylococci):
এরা অনেকগুলো সমতলে বিভক্ত এবং একসাথে অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে অবস্থান করে। এরা দেখতে আংগুরের গোছার মত। যেমন- staphylococcus aureus.
bacillus বা দন্ডাকার:
ডিপ্লোব্যাসিলি(Diplobacilli):
এরা একজোড়া একসাথে থাকে।
স্টেপ্টোব্যাসিলি(streptobacilli):
এরা চেইন বা শিকলের মত সাজানো থাকে। স্ট্রেপ্টোব্যাসিলি ব্যাকটেরিয়াদেরকে খড়কুটার মত দেখায়।
কক্কোব্যাসিলি (coccobacilli):
এই ব্যাকটেরিয়াগুলো দেখতে একই সাথে গোলাকার এবং দন্ডাকার। অর্থাৎ এরা একই সাথে coccus এবং bacilli দুই ধরনের ই হয়, তাই এদের নাম coccobacilli.
Spiral বা সর্পিলাকার :
বাঁকানো দন্ড সদৃশ ব্যাকটেরিয়া গুলোকে বলা হয় – ভিব্রিও বা কমা আকৃতির জীবানু।
আর স্ক্রুর ন্যায় প্যাঁচানো শক্তদেহ বিশিষ্ট ব্যাকটেরিয়া গুলোকে বলা হয় spirilla
আবার spirilla/ স্পাইরিলা এর দেহ যদি শক্ত না হয়ে নমনীয় হয় তবে তাকে spirochet/স্পাইরোকেট বলে।
এই তিন আকৃতির ব্যাকটেরিয়ার বাইরেও আছে কিছু ব্যাকটেরিয়া।
যেমন- star-shaped bacteria বা তারকা সদৃশ ব্যাকটেরিয়া এবং
rectangular bacteria বা আয়তাকার ব্যাকটেরিয়া।
আবার ব্যাকটেরিয়ার এই আকার-আকৃতি বংশগত হতে পারে। যেমন- জেনেটিকালি কিছু ব্যাকটেরিয়া monomorphic. এদের শুধুমাত্র একটি নির্দিষ্ট আকৃতি আছে।
আবার জেনেটিকালি কিছু ব্যাকটেরিয়া pleomorphic অর্থাৎ এদের একাধিক আকৃতি আছে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ব্যাকটেরিয়া কোষের আকার-আকৃতি” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।