সিএসএস (CSS) বলতে কী বোঝায়?

সিএসএস মানে হলো ক্যাসকেডিং স্টাইল শিট। ওয়েবপেজে স্টাইলশীটের মাধ্যমে অতিসহজেই ওয়েব পেজকে মনোগ্রাহী রুপে উপস্থাপন করা যায়। এইচটিএমএল এর মাধ্যমে একটি ওয়েব পেইজ বাহ্যিক রূপ পায় আর সিএসএস এর মাধ্যমে এর সৌন্দর্য পরিপূর্ণতা লাভ করে। এলিমেন্টস গুলো কিভাবে প্রদর্শিত হবে তা স্টাইলসমূহ নির্ধারণ করে দেয়। মূলত সিএসএস ব্যবহারে পেইজ ডিজাইনিং এর কাজে প্রচুর সময় বাঁচে। ওয়েব ডিজাইনের দক্ষতা উপরের ধাপে উন্নিত করতে চাইলে Cascading Style Sheets (CSS) এর কোন বিকল্প নেই।

সিএসএস একই ডকুমেন্টে একাধিকবার ব্যবহার হতে পারে এবং ডকুমেন্টের বিভিন্ন অংশে বিভিন্ন স্টাইল ব্যবহার করা যেতে পারে। স্টাইলশীটের ব্যবহারে ডকুমেন্টের স্টাইল বদলে যাবে কিন্তু স্টাকচার অপরিবর্তিত থাকবে। একই স্টাইলশীট একাধিক পেজে কিংবা একাধিক স্টাইলশীট একই পেজে ব্যবহার করা যেতে পারে। আপনার স্টাইলশীট (যেখানে আপনি কোডগুলো লিখবেন) টি সম্পূর্ণভাবে এইচটিএমএল ডকুমেন্ট হতে পৃথক হবে যখন আপনি সিএসএস এবং এইচটিএমএল এ দক্ষতা অর্জন করতে পারবেন। আর একটি কথা না বললেই নয় সিএসএস শেখার আগে অবশ্যই এইচটিএমএল সম্বন্ধে ভাল জানতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *