প্লেট টেকটোনিক কি? What is Plate tectonics in Bangla?

বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এ পৃথিবীর সবকটি মহাদেশ পূর্বে একসাথে অবস্থান করত এবং এগুলো একটি প্লেটের ওপর অবস্থান করে। পরবর্তীকালে মহাবিশ্বের প্রসারণ ও অন্যান্য কারণে এ প্লেট ভেঙে কয়েকটি ভাগে বিভক্ত হয় এবং মহাদেশগুলো আলাদা হয়ে যায়। এ দূরত্ব খুব সামান্য হারে বাড়ছে। তবে অনুমান করা হয় আবার এ মহাদেশগুলো ভবিষ্যতে একত্র হবে। বিজ্ঞানীদের এ ধারণাই হচ্ছে ‘প্লেট টেকটোনিক’ (Plate tectonics)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *