ফ্যাদোমিটার কী? উষ্ণ স্রোত ও শীতল স্রোত বলতে কী বোঝো?

ফ্যাদোমিটার কী? (What is Fadometer?)
উত্তরঃ সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রকে বলা হয় ফ্যাদোমিটার।

উষ্ণ স্রোত ও শীতল স্রোত বলতে কী বোঝো?
উত্তরঃ নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হওয়ায় পানিরাশি হালকা হয় ও হালকা জলরাশি সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠপ্রবাহরূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এরূপ স্রোতকে উষ্ণ স্রোত বলে।
আর মেরু অঞ্চলের শীতল ও ভারী পানিরাশি জলের নিচের অংশ দিয়ে আন্তপ্রবাহরূপে নিরক্ষীয় উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়। এরূপ স্রোতকে শীতল স্রোত বলে

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *