নাইট্রোগ্লিসারিন (Nitroglycerin) হচ্ছে একটি শক্তিশালী বিস্ফোরক পদার্থ। এর রাসায়নিক সংকেত হলো C3H5N3O9। এটি ডিনামাইট (Dynamite) তৈরিতে ব্যবহার করা হয়। যা বিভিন্ন নির্মাণ কাজে পুরাতন ভবন/শিল্প ধ্বংস করতে বা নতুন রাস্তা নির্মাণে পাহাড়, টিলা প্রভৃতি সরানোর কাজে ব্যবহৃত হয়। এছাড়া ঔষধ হিসেবেও নাইট্রোগ্লিসারিনের অনেক ব্যবহার রয়েছে। যেমন এটি হৃদরোগ ও রক্ত চাপ কমাতে Vasodilator হিসেবে ব্যবহৃত হয়।
নাইট্রোগ্লিসারিনের প্রস্তুতি
গ্লিসারিনকে 25° তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করালে গ্লিসারল ট্রাইনাইট্রেট বা নাইট্রোগ্লিসারিন পাওয়া যায়।