গুটি কলম কী?

admin
1 Min Read

উত্তরঃ গুটি কলম একটি প্রাচীন পদ্ধতি। শক্ত কাণ্ডযুক্ত উদ্ভিদ যেমন, লিচু লেবু লকটন, আম ইত্যাদিতে গুটিকলম দেয়া হয়। এক্ষেত্রে উদ্ভিদের একটি সরু কান্ডের ২-৩ ইঞ্চির বাকল তুলে ফেলা হয়। সেখানে গোবর মিশ্রিত মাটির প্রলেপ দিয়ে কাপড় বা খড় দিয়ে পেঁচিয়ে শক্ত করে দড়ি দিয়ে বেধে দিতে হয়। এরপর নিয়মিত পানি দিতে থাকলে সেখানে অস্থানিক মূল গজায়। মূলসহ উদ্ভিদের শাখাটি বিচ্ছিন্ন করে অন্যত্র আর্দ্র মাটিতে রোপণ করলে সেখানে নতুন উদ্ভিদ জন্মায়।

Share this Article
Leave a comment
x