মোলার দ্রবণ কাকে বলে?

নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে এক মোল দ্রব দ্রবীভূত থাকলে সে দ্রবণকে ঐ দ্রবের মোলার দ্রবণ বলে।

যেমন H₂SO₄ এর আণবিক ভর 98। একটি দ্রবণের প্রতি লিটারে 98g H₂SO₄ দ্রবীভূত থাকলে সে দ্রবণটি H₂SO₄ এর মোলার দ্রবণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *