পড়াশোনা

অপবর্তন কাকে বলে? অপবর্তন কত প্রকার ও কি কি? অপবর্তনের শর্ত কয়টি?

1 min read

তীক্ষ্ণ ধার ঘেঁষে যাবার সময় বা সরু ছিদ্র দিয়ে যাবার আলো কিছুটা বেঁকে যাওয়ার ধর্মকে অপবর্তন বলে। অপবর্তন দুই প্রকার; যথা— (ক) ফ্রেনেল শ্রেণি অপবর্তন ও (খ) ফ্রনহফার শ্রেণি অপবর্তন।

  • ফ্রেনেল শ্রেণি অপবর্তন : যখন উৎস এবং পর্দা তাদের মধ্যবর্তী বাধা হতে অল্প দূরত্বের মধ্যে অবস্থান করে তখন ঐ বাধার দরুন পর্দায় আলোকের যে অপবর্তন পরিলক্ষিত হবে তাকে ফ্রেনেল শ্রেণি অপবর্তন বলে।
  •  ফ্রনহফার শ্রেণি অপবর্তন : যখন উৎস এবং পর্দা তাদের মধ্যবর্তী বাধা হতে অসীম দূরত্বে অবস্থান করে তখন ঐ বাধার দরুন পর্দায় আলোকের যে অপবর্তন পরিলক্ষিত হবে তাকে ফ্রনহফার শ্রেণি অপবর্তন বলে।

 

অপবর্তনের শর্ত

অপবর্তনের দুটি শর্ত রয়েছে; যথা—
(ক) খাড়া ধারের ক্ষেত্রে : ধার খুব তীক্ষ্ণ হতে হবে এবং এর প্রস্থ আলোর তরঙ্গ দৈর্ঘ্য λ-এর সমান বা কাছাকাছি মানের হতে হবে।
(খ) সরু ছিদ্রের ক্ষেত্রে : ছিদ্র খুবই সরু হতে হবে যাতে এর ব্যাস তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা কাছাকাছি মানের হয়।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “অপবর্তন কাকে বলে? অপবর্তন কত প্রকার ও কি কি? অপবর্তনের শর্ত কয়টি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

4.9/5 - (56 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x