শ্রেণি সংযোগ বর্তনী ও সমান্তরাল সংযোগ বর্তনীর মধ্যে পার্থক্য কি?
শ্রেণি সংযোগ বর্তনী
- কোনো বর্তনীতে যদি রোধ, তড়িৎযন্ত্র বা উপকরণসমূহ এমনভাবে সংযুক্ত হয় যেন প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত। দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির এক প্রান্ত এবং তৃতীয়টির এক প্রান্ত এবং এরূপে সব কয়টি পর্যায়ক্রমে সাজানো থাকে, তবে সেই সংযোগকে শ্রেণি সংযোগ বলে।
- শ্রেণি সংযোগে বর্তনীর সকল অংশে সর্বদা একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়।
- শ্রেণি সংযোগে বর্তনীর বিভিন্ন অংশে বিভব পার্থক্য ভিন্ন হয়।
- শ্রেণি সংযোগের প্রতিটি বাল্ব একই উজ্জ্বলতায় জ্বলে না এবং একটি বাল্ব নষ্ট হলে অপর বাল্বগুলো জ্বলে না।
সমান্তরাল সংযোগ বর্তনী
- কোনো বর্তনীতে দুই বা ততোধিক রোধ, তড়িৎ উপকারণ বা যন্ত্র যদি এমনভাবে সংযুক্ত থাকে যেসব কয়টির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত হয় তবে সেই সংযোগকে সমান্তরাল সংযোগ বর্তনী বলে।
- সমান্তরাল সংযোগে বর্তনীর সকল অংশে ভিন্ন ভিন্ন পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়।
- সমান্তরাল সংযোগে বর্তনীর বিভিন্ন অংশে বিভব পার্থক্য একই হয়।
- সমান্তরাল সংযোগের প্রতিটি বাল্ব একই উজ্জ্বলতায় জ্বলে এবং একটি বাল্ব নষ্ট হলেও অপর বাল্বগুলো জ্বলে
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “শ্রেণি সংযোগ বর্তনী ও সমান্তরাল সংযোগ বর্তনীর মধ্যে পার্থক্য কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।