ছোট আকারের কম্পিউটারকে মাইক্রোকম্পিউটার (Microcomputer) বলে। অর্থাৎ, আমরা দৈনন্দিন জীবনে যে কম্পিউটার ব্যবহার করে থাকি তাকেই মাইক্রো কম্পিউটার বলে। একে পার্সোনাল কম্পিউটার (Personal Computer) বা বিজনেস কম্পিউটারও বলা হয়।
মিনিকম্পিউটারের সূচনার পর মাইক্রোকম্পিউটার ও বেশ জনপ্রিয় হয়ে উঠে।মিনিকম্পিউটারের অনেক আলাদা আলাদা যন্ত্রাংশের পরিবর্তে মাইক্রোকম্পিউটারে ব্যবহার শুরু হয় মাইক্রোচিপের।
মাইক্রোপ্রসেসর এবং সেমিকন্ডাক্টর মেমোরীর মূল্য ধীরে ধীরে হ্রাস পাওয়ায় মাইক্রোকম্পিউটারের মূল্য হ্রাস পেতে থাকে। যার ফলে এটি ব্যবহার করা সবার জন্য সহজ হয়ে উঠে।