সিরিজ বর্তনী ও সমান্তরাল বর্তনীর মধ্যে পার্থক্য কি?
সিরিজ বর্তনী ও সমান্তরাল বর্তনীর মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো–
সিরিজ বর্তনী
- যে বর্তনীতে রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণসমূহ একটির পর একটি পর্যায়ক্রমে সাজানো থাকে তাকে সিরিজ বর্তনী বলে।
- সিরিজ বর্তনীতে উপকরণসমূহের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়।
- গৃহে বিদ্যুতায়নের জন্যে সিরিজ বর্তনী উপযোগী নয়।
সমান্তরাল বর্তনী
- যে বর্তনীতে রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণসমূহের সব কয়টির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, তাকে সমান্তরাল বর্তনী বলে।
- সমান্তরাল বর্তনীতে উপকরণসমূহের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চলে।
- গৃহে বিদ্যুতায়নের জন্যে সমান্তরাল বর্তনী অধিক সুবিধাজনক।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “সিরিজ বর্তনী ও সমান্তরাল বর্তনীর মধ্যে পার্থক্য কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।