ইলেকট্রোস্কোপ কি? – What is Electroscope?

admin
1 Min Read

ইলেকট্রোস্কোপ কি? - What is Electroscope?

ইলেকট্রোস্কোপ (Electroscope) হলো স্থির বিদ্যুৎ পরীক্ষার জন্য খুব চমৎকার একটা যন্ত্র। যন্ত্রটা ব্যবহার করা অনেক সহজ, এখানে চার্জের অস্তিত্ব বােঝার জন্য রয়েছে খুবই হালকা সােনা, অ্যালুমিনিয়াম বা অন্য কোনাে ধাতুর দুটি পাত। এই পাত দুটো একটা সুপরিবাহী দণ্ড দিয়ে একটা ধাতব চাকতির সাথে লাগানাে থাকে, পুরােটা একটা অপরিবাহী ছিপি দিয়ে কাঁচের বােতলের ভেতর রাখা হয়, যেন বাইরে থেকে দেখা যায় কিন্তু বাতাস বা অন্য কিছু যেন পাতলা ধাতব পাত দুটোকে নাড়াচাড়া করতে না পারে।

Share this Article
Leave a comment
x