প্রত্যেকটি তড়িৎ উৎসেরই দুটি প্রান্ত থাকে, একটি উচ্চ বিভব প্রান্ত বা ধনাত্মক প্রান্ত এবং অপরটি নিম্ন বিভব প্রান্ত বা ঋণাত্মক প্রান্ত। তড়িৎ উৎসের কাজ হচ্ছে ধনাত্মক চার্জ বাহককে ঋণাত্মক প্রান্ত থেকে নিয়ে ধনাত্মক প্রান্তে জমা করা বা ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি করা। এ বিভব পার্থক্যই বহিবর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। বিচ্ছিন্ন অবস্থায় তড়িৎ উৎসের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য সর্বোচ্চ হয়। একে উৎসের তড়িচ্চালক বল (Electromotive force) বলে। অন্যভাবে বলা যায়, একক ধনাত্মক চার্জকে ঋণাত্নক প্রান্ত থেকে নিয়ে ধনাত্মক প্রান্তে জমা করতে তড়িৎ উৎসের যে শক্তি ব্যয় হয় তাকে ঐ উৎসের তড়িচ্চালক বল বলে।
পড়ন্ত বস্তুর ৩য় সূত্রটি লিখ এবং ব্যাখ্যা কর।
