অপকেন্দ্র বল কাকে বলে? ঘর্ষণ বল ও সান্দ্র বল এক নয়- ব্যাখ্যা কর।
অপকেন্দ্র বল কাকে বলে?
উত্তরঃ সমদ্রুতিতে বৃত্তপথে আবর্তনরত বস্তুর উপর অভিকেন্দ্র বলের সমান ও বিপরীতমুখী অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে একটি অলীক বল ক্রিয়া করে। একে কেন্দ্রবিমুখী বা অপকেন্দ্র বল বলে।
ঘর্ষণ বল ও সান্দ্র বল এক নয়- ব্যাখ্যা কর।
উত্তরঃ ঘর্ষণ বল ও সান্দ্র বল উভয়ই গতির বিপরীত দিকে কাজ করলেও তাদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য থাকায় ঘর্ষণ বল ও সান্দ্র বল এক নয়। একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হয় বা গতিশীল হতে চেষ্টা করে তখন বস্তু দুটির মিলন তলে বস্তুর গতির বিপরীতে একটি বাধাদানকারী বল ক্রিয়া করে। এই বলের নাম ঘর্ষণ বল। তেমনি কোনো একটি প্রবাহী তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরোধিতা করে যে বল প্রয়োগ করে তাকে ঐ প্রবাহীর সান্দ্রতা বলে। ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, সান্দ্রতা বলের মান প্রবাহীর স্তরদ্বয়ের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এছাড়াও, সান্দ্রতা বল প্রবাহীর স্তরদ্বয়ের বেগ ও স্থির তল থেকে এর দূরত্বের উপর নির্ভর করে। এ কারণে ঘর্ষণ বল ও সান্দ্র বল এক নয়।