বিচ্যুতি কোণ কাকে বলে? ফার্মাটের নীতিটি লিখ।
আলোক রশ্মি প্রিজমে আপতিত হয়ে প্রতিসরণের পরে যখন নির্গত হয় তখন আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয় না। নির্গত রশ্মি আপতিত রশ্মি থেকে যে কোণে বিচ্যুত হয়, অর্থাৎ আপতিত রশ্মি ও নির্গত রশ্মির অন্তর্ভুক্ত কোণকে বিচ্যুতি কোণ বা বিচ্যুতি বলে।
ফার্মাটের নীতিটি লিখ।
“আলোক রশ্মি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাবার সময় সম্ভব্য সকল পথের মধ্যে সেই পথ অনুসরণ করে যে পথে সময় সব থেকে কম লাগে।” এটিই ফার্মাটের নীতি। এ নীতির সাহায্যে আলোর প্রতিফলন ও প্রতিসরণের কারণ ব্যাখ্যা করা যায়।