রকেট কি? রকেট কী কৌশলে কাজ করে? ।। What is a rocket?

রকেট (Rocket) একটি বিশেষ ধরনের প্রচলন কৌশল। এটি এমন এক ধরনের যান যেখানে রাসায়নিক শক্তির দহনের মাধ্যমে সৃষ্ট উৎপাদকগুলিকে প্রবল বেগে যানের নির্গমন পথে বের করে দেয়া হয় এবং এর ফলে উৎপন্ন ঘাতবলের কারণে রকেট বিপরীত দিকে প্রবলবেগে অগ্রসর হয়।

 

রকেট যে কৌশলে কাজ করে : নিউটনের গতির তৃতীয় সূত্রের তত্ত্ব অনুসারে রকেট চলে। রকেটে জ্বালানি পুড়িয়ে প্রচুর গ্যাস উৎপাদন করা হয়। এই গ্যাস প্রবল বেগে পেছন দিয়ে নির্গত হয়। নিউটনের সূত্র মতে, প্রত্যক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। রকেটের পেছনের অংশ থেকে গ্যাস যেহেতু প্রচণ্ড বেগে নির্গত হয়, গতির বিপরীত ক্রিয়ায় যেহেতু রকেটকে বিপরীত দিকে ধাক্কা দেয়; ফলে রকেট প্রচণ্ড বেগে সামনের দিকে এগিয়ে যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *