পড়াশোনা

পিপিএম (ppm) একক কি? পিপিএম মনে কী?

1 min read

ppm হলো ঘনমাত্রা পরিমাপের একক। কোনো দ্রবণের প্রতি দশ লক্ষ ভাগে (আয়তন বা ওজন) কোনো দ্রব্যের যত ভর দ্রবীভূত থাকে, সেই ভর নির্দেশিক সংখ্যাটিকেই ঐ দ্রব্যের ppm ঘনমাত্রা বলা হয়ে থাকে। দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণ যদি অতি অল্প হয় সেক্ষেত্রেই কেবল ppm একক ব্যবহার করা হয়ে থাকে।

পিপিএম মনে কী?

পিপিএম (PPM) মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন (Parts Per Million)। অনেক ক্ষেত্রে একে mg/L আকারে প্রকাশ করা হয়। একক আয়তনের পানিতে কত ভরের কেমিক্যাল বা কন্টামিনেট আছে তা বোঝাতে এই একক ব্যবহার করা হয়। সহজে বোঝার জন্য, যদি ৪ ফোঁটা কালি ৫৫ গ্যালন ব্যারেল পানিতে মেশানো হয় তাহলে ১ পিপিএম ঘনমাত্রার কালির দ্রবন হবে।

10 mL দ্রবণে 0.4 g NaOH আছে। দ্রবণটির ঘনমাত্রা ppm এককে প্রকাশ কর।

ppm: অতিলঘু দ্রবনের ঘনমাত্রা প্রকাশের প্রচলিত এবং কার্যকরী পদ্ধতি হলো ppm বা Parts per million একক।

1 ppm=1 mg/L= 1 

ppm এককে,

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “পিপিএম (ppm) একক কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

4.9/5 - (45 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x