কমপোস্ট সার কি? কম্পোস্ট সারের উপকারিতা কতটুকু? What is Compost fertilizer?

কম্পোস্ট সার কি? (What is the Compost fertilizer in Bengali/Bangla?)

কমপোস্ট সার এক ধরনের উন্নত মানের জৈব সার, যা প্রাণী ও আবর্জনা, গবাদি পশুর উচ্ছিষ্ট, খড়কুটা প্রভৃতি বিভিন্ন প্রকার বর্জ্য নির্দিষ্ট পদ্ধতিতে পচিয়ে তৈরি করা হয়। অণুজীব কমপোস্ট তৈরিতে প্রধান ভূমিকা পালন করে। অণুজীব দ্বারা বিয়োজনের ফলে জৈব পদার্থের কার্বন ও নাইট্রোজেনের অনুপাত হ্রাস পায় এবং জৈব সার জমিতে প্রয়োগের উপযোগী হয়। এজন্য কম্পোস্ট প্রস্তুত করার সময় স্তূপে সঠিক অণুজীবের উপস্থিতি অতি প্রয়োজনীয়।

কম্পোস্ট সারের উপকারিতা কতটুকু?

কম্পোস্ট সার মাটিতে নাইট্রোজেন, ফসফরাস ও পটাসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে মাটির উর্বরতাশক্তি বাড়িয়ে দেয়। এছাড়াও কম্পোস্ট সার মাটির গঠন ও বুনটের উন্নয়ন করে ফসল উৎপাদনের উপযোগী করে তোলে। এতে মাটির পানি ধারণক্ষমতা ও বায়ু চলাচল অনেক গুণ বেড়ে যায়। এ সার প্রস্তুত করতে খরচ কম হয় এবং এটি পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলে না। এজন্য এ সার ব্যবহার লাভজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *