তাপ ধারণ ক্ষমতা কাকে বলে?

কোন পদার্থের তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ পদার্থের তাপ ধারণ ক্ষমতা বলে। তাপধারণ ক্ষমতা পদার্থের উপাদান এবং ভরের উপর নির্ভরশীল। এর একক JK−1। কোনো পদার্থের তাপধারণক্ষমতা 10 JK−1 বলতে বুঝায় যে ঐ পদার্থের তাপমাত্রা 1K বাড়াতে 10 J তাপের প্রয়োজন।

এখানে যা শিখলাম–
তাপধারণ ক্ষমতা কাকে বলে?; তাপধারণ ক্ষমতার একক কি?; 10 JK−1 বলতে কী বুঝায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *