সাসপেনশন কাকে বলে?
যদি দুই ফেজ এর কোন সিস্টেম একটি বিস্তৃত ফেজ এর মধ্যে বন্টিত অপর ফেজ গঠনকারী কণার আকার 10-3 cm বা তার চেয়ে বড় (10-3 – 10-1 cm) হয় তখন এ কণাকে খালি চোখেই দেখা যায়। এ সিস্টেমের নাম সাসপেনশন। যেমন ঘোলা কাদাময় পানি হলো পানিতে মাটির কণার একটি সাসপেনশন। মাটির কণার আকার 10-3 cm বা এর চেয়ে বড় বলে এটিকে খালি চোখে পানিতে ভাসতে দেখা যায়।
আবার ফেজটি কণা হিসেবে অপর ফেজে বন্টিত থাকে তার কণার আকার যদি 10-3 cm অপেক্ষা ছোট তথা >10-7 থেকে 10-3 cm হয় তবে ঐ কণা খালি চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু মাইক্রোসকোপ এ দেখা যায়। এ ধরনের সিস্টেমকে কলয়েড বলে। যেমন দুধ একটি কলয়েড। দুধ হলো পানিতে চর্বির কণার কলয়েড। পানিতে >10-7 থেকে 10-3 cm আকারের চর্বির কণা বন্টিত হয়ে দুধ গঠন করে। দুধে চর্বির কণা বেশ ছোট হওয়ায় এগুলোকে খালি চোখে দেখা যায় না, তবে মাইক্রোসকোপে বেশ দেখা যায়।
পরিশেষে যদি কণার আকার এতই ছোট হয় যে (>10-7 অপেক্ষা ক্ষুদ্রতর) তা আর মাইক্রোসকোপেও দেখা যায় না তখন দুই phase এর একটি সমসত্ব সিস্টেম তৈরি হয়। এ সমসত্ব সিস্টেমকেই বলা হয় দ্রবণ। যেমন পানিতে চিনির দ্রবণ।