পড়াশোনা

লেড স্টোরেজ সেল এবং লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা ও অসুবিধা কি কি?

1 min read

লেড স্টোরেজ সেল এবং লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা ও অসুবিধাগুলো নিচে উল্লেখ করা হলোঃ

সুবিধা

  • উভয় কোষ রিচার্জেবল হলেও লিথিয়াম আয়ন ব্যাটারির পুনঃসঞ্চয় দক্ষতা বেশি। এ কারণে বাণিজ্যিকভাবে লেড স্টোরেজ সেলের বিকল্প হিসেবে এর ব্যবহার বাড়ছে।
  • লেড স্টোরেজ সেল এর তড়িৎদ্বার হিসেবে ভারি লেড প্লেটের পরিবর্তে LIB তে হালকা Li/C অ্যানোড এবং লিথিয়াম আয়রন ফসফেট ক্যাথােড ব্যবহৃত হয়। এছাড়া লেড স্টোরেজ সেল-এ H2SO4 তড়িৎবিশ্লেষ্যের পরিবর্তে LIB-তে অনেক কম ঝুঁকিপূর্ণ জৈব দ্রাবকে Li-যৌগ ব্যবহার করা হয়।
  • ভারী লেড স্টোরেজ সেল এর তুলনায় হালকা LIB অনেক সহজে বহন করা যায়।
  • লিথিয়াম আয়ন ব্যাটারিতে তাপমাত্রা সেন্সর, ভােল্টেজ কনভার্টার, রেগুলেটর সার্কিট, ভােল্টেজ ট্যাপ, ব্যাটারি চার্জ মনিটর ইত্যাদি সুবিধাজনক উপাদানসমূহ যুক্ত থাকায় লেড স্টোরেজ সেল অপেক্ষা LIB এর ব্যবহার উপযােগিতা অনেক বেশি।
  • বিভিন্ন ব্যবহার ক্ষেত্রের জন্য বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের সুবিধাজনক LIB বাজারজাত করা হয়েছে। যেমন- ল্যাপটপের জন্য ছােট সিলিন্ডার আকৃতির, আবার সেলফোন এর ব্যবহার উপযােগী ফ্ল্যাট pouch, যানবাহনের জন্য প্লস্টিক কেস-এ Prismatic cell বাজারজাত করা হয়েছে। লেড স্টোরেজ সেল এর এমন ক্ষেত্র উপযােগী সুবিধাজনক কোন format নেই।
  • লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানােড ও ক্যাথােড গঠনে নানা ধরনের রাসায়নিক উপাদান ব্যবহারের সুযােগ আছে বলে এদের ভােল্টেজ রেঞ্জও যথেষ্ট বিস্তৃত।
  • লেড বা ক্যাডমিয়াম বিষক্রিয়াযুক্ত (toxic) হলেও LIB এর কোন উপাদান বিষক্রিয়াযুক্ত নয় বলে LIB অনেক পরিবেশবান্ধব।
  • ন্যানাে টেকনােলােজির মাধ্যমে গ্রাফাইট অ্যানােডের পরিবর্তে ইলেক্ট্রোপ্লেটেড টিন অ্যানােড ব্যবহার করে LIB এর কার্যদক্ষতা তিনগুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে।
  • লেড স্টোরেজ সেল এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স খুবই নিম্ন (0.01 ohm)। তাই এ সেল থেকে শুরুতেই উচ্চ তড়িৎশক্তি পাওয়া যায়। ফলে মােটর গাড়িতে এ সেল ব্যবহৃত হলে মােটর গাড়ির ইঞ্জিন সহজে স্টার্ট নেয়।

অসুবিধা
লিথিয়াম আয়ন ব্যাটারির বেশ কিছু অসুবিধাও রয়েছে। যেমন–

  • LIB-তে ব্যবহৃত তড়িৎবিশ্লেষ্য পদার্থ জৈব দ্রাবক যা এক প্রকার দাহ্য পদার্থ। ফলে উচ্চ চাপে ব্যাটারির ভেতর থাকা অবস্থায় কখনও কখনও এটিতে বিপদের ঝুকি থাকতে পারে। দুর্ঘটনার কিছু রিপাের্টও আছে।
  • বিশুদ্ধ লিথিয়াম উচ্চ ক্রিয়াশীল। পানির উপস্থিতিতে তীব্র বিক্রিয়ায় LiOH এবং H2, গ্যাস তৈরি করতে পারে যা বিপদজনক।
  • Ni-Cd রিচার্জেবল ব্যাটারির তুলনায় LIB এর দাম বেশি।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x