পড়াশোনা
0 min read

পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন?

Updated On :

পৃথিবী অতি বড় একটি ঋণাত্মক আধানের বিশাল ভান্ডার তাই পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়।

কোনো পরিবাহক যদি অতিকায় বড় হয় তাহলে সামাণ্য পরিমাণ আধান আসলে বা গেলে এর বিভবের কোনো পরিবর্তন হয় না। যেমন এক সাগর পানি থেকে এক বালতি পানি কেউ নিয়ে গেলে বা এক বালতি পানি দিলে পানির উচ্চতার কোনো পরিবর্তন হয় না। পৃথিবী একটি ঋণাত্মক আধানের বিশাল ভান্ডার তাই সামান্য আধান আসলে বা গেলে বিভবের কোনো পরিবর্তন হয় না। তাই পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়।

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

4.4/5 - (108 votes)