তরল কেলাস অবস্থা কাকে বলে? 3f অরবিটাল গঠন সম্ভব হয় না কেন?
যে অবস্থায় কোন পদার্থ তরল পদার্থের মত প্রবাহিত হতে পারে আবার কঠিন পদার্থের মত ত্রিমাত্রিক আণবিক গঠন অর্জন করে তাকে পদার্থের তরল কেলাস অবস্থা বলে। এ অবস্থায় পদার্থের কিছু বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম থাকে। যেমন- (১) পদার্থের গঠন কাঠামােতে কিছু নমনীয় এবং কিছু দৃঢ় অংশ থাকে। (২) এ অবস্থায় পদার্থ আলােক ধর্ম প্রদর্শন করে। তাই বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন- ক্যালকুলেটার, থার্মোমিটার ইত্যাদিতে ডিজিটাল প্রদর্শনীর কাজে এগুলি ব্যবহৃত হয়।