পড়াশোনা

তরল কেলাস অবস্থা কাকে বলে? 3f অরবিটাল গঠন সম্ভব হয় না কেন?

1 min read

যে অবস্থায় কোন পদার্থ তরল পদার্থের মত প্রবাহিত হতে পারে আবার কঠিন পদার্থের মত ত্রিমাত্রিক আণবিক গঠন অর্জন করে তাকে পদার্থের তরল কেলাস অবস্থা বলে। এ অবস্থায় পদার্থের কিছু বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম থাকে। যেমন- (১) পদার্থের গঠন কাঠামােতে কিছু নমনীয় এবং কিছু দৃঢ় অংশ থাকে। (২) এ অবস্থায় পদার্থ আলােক ধর্ম প্রদর্শন করে। তাই বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন- ক্যালকুলেটার, থার্মোমিটার ইত্যাদিতে ডিজিটাল প্রদর্শনীর কাজে এগুলি ব্যবহৃত হয়।

3f অরবিটাল গঠন সম্ভব হয় না কেন?
3f অরবিটাল গঠন সম্ভব হয় না। কারণ 3f অরবিটালের ক্ষেত্রে-
প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, n = 3
সহকারী কোয়ান্টাম সংখ্যার মান, = 0, 1, 2
আমরা জানি, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, 1, 2 এর জন্য কেবল s, p ও d অরবিটাল সম্ভব। কিন্তু f অরবিটাল গঠনের জন্য l = 3 হতে হয় যা 3f নেই। তাই 3f অসম্ভব।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x