চুল আঁচড়ানোর পর চিরুনি কাগজের টুকরাকে আকর্ষণ করে কেন?
আমরা জানি, ঘর্ষণের ফলে কোনো বস্তু আহিত হয়। চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় চিরুনির সাথে চুলের যে সংঘর্ষ হয়, এর ফলে চিরুনিটি চুল হতে মুক্ত ইলেকট্রন সংগ্রহ করে ঋণাত্মক আধানে আহিত হয় এবং পক্ষান্তরে চুল ধনাত্মক আধানে আহিত হয়েছে। আহিত হওয়ার কারণেই চিরুনিটি ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করতে সক্ষম হয়েছে।