Modal Ad Example
পড়াশোনা

আর্দ্র প্রাকৃতিক গ্যাস কাকে বলে? LNG বলতে কী বোঝায়?

1 min read

মূলত তেল কূপে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসকে আর্দ্র প্রাকৃতিক গ্যাস বলে। আর্দ্র প্রাকৃতিক গ্যাসে প্রধানত মিথেন (60-95%) গ্যাসের সাথে ইথেন (5-20%), উচ্চতর স্ফুটনাঙ্ক বিশিষ্ট প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, আইসোপেন্টেন, সামান্য গ্যাসোলিন এবং ভেজাল রূপে N2, He, CO2, H2S ও জৈব সালফার থাকে।

LNG বলতে কী বোঝায়?

LNG এর পূর্ণ রূপ হলো Liquefied Natural Gas। প্রাকৃতিক গ্যাস থেকে CO2, H2S ও উচ্চ আণবিক ভর বিশিষ্ট হাইড্রোকার্বনগুলোকে অপসারণের পর এ গ্যাসকে 1 atm চাপে -160°C তাপমাত্রায় শীতল করলে প্রাকৃতিক গ্যাস তরলে পরিণত হয়। এ তরল প্রাকৃতিক গ্যাসকে LNG বলে। একে বিশেষ ধরনের ট্যাংকে সংরক্ষণ করা হয়। এটি উৎকৃষ্টমানের পরিবেশ বান্ধব জ্বালানি।

5/5 - (13 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x