2n2 বলতে কী বোঝায়? চিকিৎসাক্ষেত্রে কেন আইসোটোপ ব্যবহার করা হয়?
2n2 হলো কোনো মৌলের পরমাণুর কক্ষপথে ইলেকট্রন বিন্যস্ত থাকার সূত্র। এখানে, n = 1, 2, 3…। এ সূত্র অনুযায়ী ১ম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2.12 = 2টি, ২য় কক্ষপথে 2.22 = 8টি, ৩য় কক্ষপথে 2.32= 18টি ইত্যাদি।
চিকিৎসাক্ষেত্রে কেন আইসোটোপ ব্যবহার করা হয়?
বিভিন্ন রোগ নির্ণয়ে ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার করা হয়। ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা যায় আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে। এছাড়াও তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়।
এসব কারণেই চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।