‘SMOG’ কি? স্মগ এর ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো।

SMOG হচ্ছে এক ধরনের দূষিত বায়ু। ধোঁয়া ও কুয়াশা মিলে SMOG সৃষ্টি হয়। ‘SMOG’ শব্দটি SMOKE ও FOG শব্দ দুটো থেকে এসেছে। মোটরগাড়ি, কলকারখানার ধোঁয়া, কলকারখানার বর্জ্য, ধূলিকণা ইত্যাদি মিলে SMOG সৃষ্টি হয়। SMOG অবস্থায় বেশিক্ষণ বিরাজ করলে ফুসফুসে সমস্যা দেখা দেয়।

ক্ষতিকর প্রভাব

এই ধোঁয়ায় অবস্থিত বিভিন্ন গ্যাস বৃষ্টির পানির সাথে মিশে এসিড বৃষ্টি ঘটায় এবং মাটির অম্লত্ব বৃদ্ধি করে। মাটির অম্লত্ব বৃদ্ধি পেলে তাতে উদ্ভিদ সহজে জন্মে না।

SMOG এর ফলে পৃথিবীর তাপ বিকীর্ণ হতে পারে না। ফলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে।

SMOG শ্বাস-প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করে এবং মানবদেহে ক্যান্সার, হাঁপানি, ব্রঙ্কাইটিস প্রভৃতি মারাত্মক রোগ সৃষ্টি করে।

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “‘SMOG’ কি? স্মগ এর ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো।” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts