মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে? অ্যামাগা বক্র ব্যাখ্যা কর।
মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে?
উত্তরঃ 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1K বৃদ্ধি করলে যে পরিমাণ সম্প্রসারণজনিত কাজ সম্পাদিত হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক বলে। একে R দ্বারা প্রকাশ করা হয়।
অ্যামাগা বক্র ব্যাখ্যা কর।
উত্তরঃ বিজ্ঞানী অ্যামাগা নির্দিষ্ট ভরের কিছু গ্যাস নিয়ে স্থির তাপমাত্রায় বিভিন্ন চাপে (P) তাদের আয়তন নির্ণয় করেন। এরপর চাপের (P) বিপরীতে PV এর মান বসিয়ে কতকগুলো রেখা পান তার নামানুসারে এসব রেখাকে অ্যামাগা বক্ররেখা বলে। এ গ্রাফ পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপের (P) পরিবর্তনের সাথে সাথে PV অপরিবর্তিত থাকে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে পরিবর্তিত হয়। অর্থাৎ বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না।