সংঘর্ষ কাকে বলে? সংঘর্ষ কত প্রকার ও কি কি?
অতি অল্প সময়ের জন্য বৃহৎ কোনো বল ক্রিয়া করে বস্তুর গতির হঠাৎ ও ব্যাপক পরিবর্তন করাকে সংঘাত বা সংঘর্ষ বলে।
সংঘর্ষ প্রধানত দুই প্রকার। যথা- ১। স্থিতিস্থাপক সংঘর্ষ ও ২। অস্থিতিস্থাপক সংঘর্ষ।
- স্থিতিস্থাপক সংঘর্ষঃ বাহ্যিক বল প্রযুক্ত না হলে, যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি সর্বদা অপরিবর্তিত থাকে, তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। অধিকাংশ পারমাণবিক সংঘর্ষ, নিউক্লিও সংঘর্ষ, মৌলিক কণাসমূহের সংঘর্ষ ইত্যাদি স্থিতিস্থাপক সংঘর্ষ।
- অস্থিতিস্থাপক সংঘর্ষঃ বাহ্যিক বলের ক্রিয়া শূন্য হলেও যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি অপরিবর্তিত থাকে না, তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। বাস্তবে প্রায় সকল সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষ। কারণ বেশিরভাগ সংঘর্ষেই গতিশক্তির কিছু অংশ শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, যার ফলে মোট গতিশক্তির হ্রাস হয়।