তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয়তা পরিমাপের একক কি?

admin
1 Min Read

যে ধর্মের প্রভাবে সাধারণত ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস যে কোন অবস্থায়, নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে, মৌলের সেই ধর্মকে তেজস্ক্রিয়তা বলে।

তেজস্ক্রিয়তা পরিমাপের একক হলো বেকরেল
তেজস্ক্রিয়তার ব্যবহার (Use of Radioactivity)
আধুনিক বিজ্ঞান জগতে তেজস্ক্রিয়তার বহুল ব্যবহার দেখা যায়। নিম্নে তা উল্লেখ করা হলো :
(১) এটা তেজস্ক্রিয় প্রদর্শক হিসেবে ব্যবহৃত হয়।
(২) এটা কৃষি বিদ্যায় ব্যবহৃত হয়।
(৩) এটা চিকিৎসা বিদ্যায় ব্যবহৃত হয়।
(৪) এটা রসায়ন বিদ্যায় ব্যবহৃত হয়।
(৫) শিল্প ক্ষেত্রেও এর ব্যবহার সমধিক।
Share this Article
Leave a comment
x