নরমালিটি কাকে বলে? অম্ল-ক্ষার প্রশমন বিক্রিয়া বলতে কী বোঝায়?
নরমালিটি কাকে বলে?
উত্তর : স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য ভর সংখ্যাকে নরমালিটি বলে।
অম্ল-ক্ষার প্রশমন বিক্রিয়া বলতে কী বোঝায়?
উত্তর : যে রাসায়নিক প্রক্রিয়ায় তুল্য পরিমাণ এসিড ও ক্ষারকের মধ্যে পরস্পর বিক্রিয়া ঘটে এবং এসিড ও ক্ষার উভয়েই স্ব-স্ব ধর্ম সম্পূর্ণরূপে হারিয়ে নিরপেক্ষ বস্তু লবণ গঠন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। যেমন— তুল্য পরিমাণ NaOH এবং H2SO4 পরস্পর বিক্রিয়া করে সোডিয়াম সালফেট লবণ ও পানি উৎপন্ন করে।
2 NaOH + H₂SO4 → Na₂SO4 + 2H₂O
অর্থাৎ 2 mol NaOH এবং 1 mol H2SO4 বিক্রিয়া করলে বিক্রিয়াটি সম্পূর্ণ হয় এবং একে একটি প্রশমন বিক্রিয়া বলা হয়। প্রশমন বিক্রিয়া মূলত এসিডের হাইড্রোজেন আয়ন (H+) এবং ক্ষারের হাইড্রোক্সাইড আয়নের (OH-) বিক্রিয়া।
H+ + OH→ H₂O
দ্রবণে প্রতি মোল H+ প্রতি মোল OH- আয়নের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে এক মোল পানি উৎপন্ন করলে উক্ত বিক্রিয়াকে অম্ল-ক্ষার প্রশমন বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া বলে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “নরমালিটি কাকে বলে? ” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।