সংস্কৃতি বলতে কী বোঝায়?
সমাজে বসবাস করতে মানুষ যে সামাজিক পরিবেশ সৃষ্টি করে, তা-ই সংস্কৃতি। সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। এটি আসলে মানুষের জীবনধারা। সুতরাং মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য ও সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে, তা-ই তার সংস্কৃতি।
গ্রামীণ সংস্কৃতি বলতে কী বোঝায়?
গ্রামের মানুষের দৈনন্দিন জীবন, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হাসি-কান্না নিয়ে যে সংস্কৃতি গড়ে ওঠে তাকে গ্রামীণ সংস্কৃতি বলে। কৃষি, মৎস্য চাষ, নৌকা চালানো ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে। জারি, সারি, বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, বারমাস্যা, গম্ভীরা ইত্যাদি নানা আঞ্চলিক গানে ফুটে ওঠে গ্রামের মানুষের হাসি-কান্না। মূলত গ্রামীণ সংস্কৃতিই বাংলাদেশের সংস্কৃতির প্রতিচ্ছবি।
শহুরে সংস্কৃতি বলতে কী বোঝায়?
শহরের ভৌগোলিক পরিবেশ, পেশা, যান্ত্রিক জীবন ইত্যাদি গড়ে তুলেছে শহুরে সংস্কৃতি। বাংলার চিরায়ত সংস্কৃতির পাশাপাশি এখানে প্রবেশ করেছে আধুনিক দালানকোঠা, প্রচুর কলের গাড়ি ইত্যাদি। বিশ্বায়নের প্রভাব শহরে বেশি দেখা যায়। একইভাবে বিভিন্ন পেশার মানুষ গড়ে তোলে বিভিন্ন সাংস্কৃতিক ধারা। শহরের নারী-পুরুষ পোশাক, জীবনাচার, চিন্তাভাবনার ক্ষেত্রে গ্রাম থেকে ভিন্ন প্রকৃতির।