Punctuation Marks কাকে বলে? (বিরাম চিহ্ন)

Sentence এর মধ্যে অবস্থিত বিভিন্ন ধরনের ভাবকে স্পষ্টভাবে প্রকাশ করার জন্য ভিন্ন ভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, এসব চিহ্নসমূহকে বলা হয় Punctuation Marks (বিরাম চিহ্ন)। Sentence কে সহজবোধ্য ও Sentence এর বক্তব্যকে নিখুঁত করার জন্য এর ভাব, ভঙ্গি বা উপাদানকে অন্যান্য ভাব, ভঙ্গি বা উপাদান থেকে বিচ্ছিন্ন বা আলাদা করতে Punctuation এর ব্যবহার হয়। Punctuation শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ Punctum থেকে যার অর্থ হচ্ছে a point বা সামান্য বিরতি।

সংজ্ঞা : লেখায় বিরাম চিহ্নের সঠিক ব্যবহারই হচ্ছে Punctuation.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *