ভিডিও কার্ড হলাে একটি এক্সপ্যানশন কার্ড (Expansion Card) যার কাজ হলাে ডিসপ্লের জন্য ইমেজসমূহ তৈরি ও আউটপুট প্রদান করা। মনিটরের ডিসপ্লে কেমন হবে সেটি এই কার্ডের উপর নির্ভর করে। ভিডিও কার্ডকে গ্রাফিক্স কার্ড (Graphics Card), ভিডিও অ্যাডাপ্টার (Video Adapter), গ্রাফিক্স এক্সেলেরেটর কার্ড (Graphics-Accelerator Card) কিংবা ডিসপ্লে অ্যাডাপ্টার (Display Adapter) নামেও ডাকা হয়। অনেক ভিডিও কার্ড তথা গ্রাফিক্স কার্ড বাড়তি কিছু সুবিধা প্রদান করে থাকে যেমন- থ্রিডি দৃশ্য ও টুডি গ্রাফিক্স রেন্ডারিং, ভিডিও ক্যাপচার, টিভি-টিউনার অ্যাডাপ্টার, MPEG-2/MPEG-4 ডিকোডিং, ফায়ারওয়্যার, লাইটপেন, টিভি আউটপুট কিংবা একাধিক মনিটরে সংযুক্ত হওয়া প্রভৃতি। অন্যান্য আধুনিক হাই-পারফরমেন্স ভিডিও কার্ডগুলাে আরও বেশি গ্রাফিক্যালি চাহিদাসম্পন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে যেমন- পিসি গেমস এর ক্ষেত্রে। গ্রাফিক্স কার্ডের মেমােরির পরিমাণের উপর এর পারফরমেন্স নির্ভর করে। মেমােরি বেশি হলে পারফরমেন্স ভলো পাওয়া যায়। অধিকাংশ আধুনিক ভিডিও কার্ডের মেমােরির ক্ষমতা সাধারণত ১২৮ মেগাবাইট থেকে শুরু করে ৪ গিগাবাইট পর্যন্ত হয়।
Offcanvas menu