পড়াশোনা

তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য কি?

1 min read

তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

  • দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থসমূহ আয়ন প্রদানে সক্ষম। কিন্তু, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ দ্রবণে বা গলিত অবস্থায় আয়ন উৎপন্ন করতে সক্ষম নয়।
  • তড়িৎ বিশ্লেষ্য যৌগসমূহ সাধারণত পানিতে দ্রবণীয়। কিন্তু, তড়িৎ অবিশ্লেষ্য যৌগসমূহ সাধারণত পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়, তবে অপোলার দ্রাবকে দ্রবণীয়।
  • তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি তড়িৎ পরিবহনে সক্ষম। কিন্তু, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলি তড়িৎ পরিবহনে সক্ষম নয়।
  • তড়িৎ বিশ্লেষ্য যৌগগুলি উদ্বায়ী হয় না। কিন্তু, তড়িৎ অবিশ্লেষ্য যৌগগুলি সাধারণত উদ্বায়ী হয়।
  • তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয়। কিন্তু, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলির গলনাংক ও স্ফুটনাংক নিম্ন হয়।

 

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x