স্টেইনলেস স্টিল কাকে বলে? মরিচা কিভাবে প্রতিরোধ করা যায়?

প্লেইন কার্বন স্টীলের সঙ্গে প্রধানতঃ ক্রোমিয়াম এবং অনেক সময় কিছুটা নিকেল যুক্ত করে যে অ্যালয় স্টীল সমূহ তৈরি করা হয়, সেগুলােকে স্টেইনলেস স্টিল (Stainless steel) বলে। এ সমস্ত স্টীলে সামান্য থেকে ৩৫% পর্যন্ত ক্রোমিয়াম থাকতে পারে। এসব স্টীল অত্যন্ত ক্ষয় ও মরিচারােধী। অতি সামান্য অক্সিডেশনের প্রভাবে এর উপরিতলে ক্রোমিয়াম বা নিকেল অক্সাইডের অতীব হালকা স্বচ্ছ আস্তরণ (Film) অত্যন্ত সফলতার সাথে দীর্ঘদিন পরবর্তী ক্ষয় ও মরিচা প্রতিরােধ করে। উক্ত অক্সাইডস্তর ধাতুর বর্ণ বা সৌন্দর্য নষ্ট করে না।

মরিচা কিভাবে প্রতিরোধ করা যায়?

পানি ও বায়ুর হাত থেকে লোহাকে রক্ষা করতে পারলে লোহায় মরিচা ধরে না। নানাভাবে মরিচা প্রতিরোধ করা যায়ঃ

  • লোহার উপর রং ও বার্নিশের প্রলেপ দিয়ে।
  • লোহার উপর ফেরোসোফেরিক অক্সাইডের পাতলা প্রলেপ দিয়ে। লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে লোহার উপর ফেরোসোফেরিক অক্সাইডের প্রলেপ পড়ে।
  • লোহার উপর গ্যালভানাইজিং করে। গ্যালভানাইজিং অর্থ লোহার উপর জিংকের প্রলেপ দেওয়া।
  • টিন প্লেটিং করা। অর্থাৎ লোহাকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে টিনের প্রলেপ দেওয়া।
  • লোহার উপর ইলেকট্রোপ্লেটিং করা। অর্থাৎ লোহাকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে Ni,Cr ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়া।
  • লোহাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *