উচ্চ রক্তচাপ কাকে বলে? উচ্চ রক্তচাপের কারণ ও লক্ষণ কি?
একজন সুস্থ-সবল প্রাপ্ত বয়স্ক মানুষের স্বাভাবিক গড় রক্তচাপ ১২০/৮০। কোন কারণে এই রক্তচাপ স্বাভাবিকের থেকে বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে।
উচ্চ রক্তচাপের কারণগুলো হলো:
১. অতিরিক্ত মানসিক চাপ,
২. শারীরিক পরিশ্রম এর অভাব,
৩. বয়সের অনুপাতে অতিরিক্ত ওজন,
৪. অত্যধিক মদপান এবং
৫. ধুমপান করা।
উচ্চ রক্তচাপের লক্ষণগুলো হলো:
১. মাথা ঘুরে যাওয়া;
২. মাথা ধরা;
৩. ঘুম না হওয়া;
৪. অবসাদ;
৫. দুর্বলতা ও
৬. অনেক সময় নাক দিয়ে রক্ত পড়া।
উচ্চ রক্তচাপের ফলে কী কী জটিলতা দেখা দিতে পারে?
উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের সময়মতো চিকিৎসা না হলে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। এগুলোর মধ্যে প্রধান প্রধান জটিলতাগুলো হলো:
- বাম অলিন্দের হাইপারট্রিফি : দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে হৃৎপিণ্ডের অতিরিক্ত চাপের ফলে বাম অলিন্দের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে। এ ধরনের জটিলতার ফলে প্রচণ্ড শ্বাসকষ্ট, বুক ব্যথা ও কাশি হতে পারে। অনেক সময় কাশির সাথে রক্ত আসতে পারে।
- হার্ট অ্যাটাক : উচ্চ রক্তচাপ দীর্ঘদিন যাবৎ বজায় থাকলে হৃৎপিণ্ডের আকৃতি বড় হয়ে যায়। এতে প্রয়োজনের তুলনায় কম রক্ত প্রবাহিত হওয়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। বুকে ব্যথা, শরীর ঘেমে যাওয়া, শরীর অবশ হয়ে যাওয়া, বমি বমি ভাব প্রভৃতি এ ধরনের জটিলতার প্রধান উপসর্গ।
- স্ট্রোক : অতিরিক্ত রক্তচাপের ফলে মস্তিষ্কের ভেতরে ছোট ছোট রক্তবাহী নালী ছিঁড়ে যেতে পারে। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে এ ধরনের জটিলতা দেখা দিতে পারে।
- রেটিনোপ্যাথি : উচ্চ রক্তচাপের ফলে চোখের ভেতর রক্তক্ষরণ হতে পারে বা রক্তনালীগুলো সরু হয়ে যেতে পারে। ফলে রোগী চোখে ঝাপসা দেখা থেকে শুরু করে অন্ধ হয়ে যেতে পারে।
- কিডনির অসুবিধা : দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপের ফলে ধীরে ধীরে কিডনির রক্তনালীর পরিবর্তন ঘটে এবং পরে স্থায়ীভাবে কিডনি নষ্ট হয়ে যেতে পারে।
- এনসেফালোপ্যাথি : রক্তচাপ খুব বৃদ্ধি পেলে এবং নিয়মিত ঔষধ সেবন না করলে রোগীর কথায় জড়তা, অজ্ঞান হয়ে যাওয়া এবং হাত-পায়ের বোধশক্তির পরিবর্তন হতে পারে।