উদ্ভিদ এবং এর ফুল, ফল বিভিন্ন বর্ণের হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্ভিদের ফুল, ফল বিভিন্ন বর্ণের হয় ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে। ‘ক্রোমো’ অর্থ রং বা রঞ্জক। এই রঞ্জকের বিভিন্নতার কারণে বিভিন্ন শ্রেণির গাছের ফুল ও ফল বিভিন্ন বর্ণের হয়।
আবার একই গাছের ফুল ও ফলের রং ভিন্ন হয়।
বিভিন্ন রঞ্জকের মধ্যে টমেটোর লাল বর্ণের জন্য লাইকোপেন নামক রঞ্জক পদার্থ দায়ী। ক্রোমোপ্লাস্টে লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে।