পড়াশোনা
1 min read

তমদ্দুন মজলিস কাকে বলে? ২৫ মার্চ এর রাতকে ‘কালো রাত’ বলার কারণ ব্যাখ্যা কর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে বাংলাভাষার দাবিতে যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে তমদ্দুন মজলিস বলে।

২৫ মার্চ এর রাতকে ‘কালো রাত’ বলার কারণ ব্যাখ্যা কর।

২৫ মার্চ ইয়াহিয়া খান কোনো রকম ঘোষণা না দিয়েই সদলবলে ঢাকা ত্যাগ করেন এবং ঐ রাতেই পাকিস্তান সেনাবাহিনীকে নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। তারা ঢাকাসহ অন্যান্য শহরে হাজার হাজার নিরীহ নিরস্ত্র বাঙালিকে গ্রেফতার করে পরদিন পাকিস্তানে নিয়ে যায়। নেতৃত্বের অভাবে দেশের মানুষ দিশেহারা কিংকর্তব্যবিমৃঢ় হয়ে পড়ে। তাই এ রাতকে ‘কালো রাত’ বলা হয়।

5/5 - (10 votes)