পড়াশোনা
1 min read

আধুনিক পদার্থবিজ্ঞান কাকে বলে? আধুনিক পদার্থবিজ্ঞানের শাখাগুলো কি কি?

আপেক্ষিকতা তত্ত্ব ও কোয়ান্টাম তত্ত্ব এবং এদের প্রয়োগের সফলতায় একদিকে ক্ষুদ্র জগতের পরমাণু; পরমাণু ও নিউক্লিয়াসের গঠন-উপাদান; অণু ও কঠিন পদার্থে পরমাণুর সমাবেশ প্রক্রিয়া, অন্যদিকে বৃহত্তম জগতের মহাবিশ্বের উদ্ভব ও বিবর্তন সম্পর্কিত পদার্থবিজ্ঞানের যে শাখা তাকেই আধুনিক পদার্থবিজ্ঞান বলে।

আধুনিক পদার্থবিজ্ঞানের শাখা
আধুনিক পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা হলো কোয়ান্টাম পদার্থবিজ্ঞান, আপেক্ষিকতা তত্ত্ব, পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, পরিসাংখ্যিক বলবিজ্ঞান (Statistical Mechanics) কঠিনাবস্থার পদার্থবিজ্ঞান (Solid State Physics) প্রভৃতি।

3/5 - (1 vote)