ক্যাড সফটওয়্যার কি? সফটওয়্যার কেন ব্যবহার করি?

ক্যাড সফটওয়্যার (CAD Software) হল এমন এক ধরনের ডিজাইনেবল সফটওয়্যার যাতে বিভিন্ন ডাটা ইনপুটে সহজেই প্রয়োজনীয় ড্রইং ডিজাইন অংকনসহ তথ্য উপাত্তের উন্নয়ন, কর্ম প্রক্রিয়া নির্ধারণ জনিত পদক্ষেপ গ্রহণের সুযোগ সৃষ্টি করে।

সফটওয়্যার কেন ব্যবহার করি?

কম্পিউটারে দুটো জিনিস ওতোপ্রতোভাবে কাজ করে। এই দুটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার। কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে কার্যোপযোগী করার জন্য এবং কম্পিউটার দ্বারা সমস্যা সমাধান করার জন্য সফটওয়্যার ব্যবহার করা হয়। সাধারণত, উপযুক্ত সফটওয়্যার ব্যবহারের ফলে কম্পিউটারের অকেজো যন্ত্রাংশগুলি কার্যক্ষম হয়ে উঠে। সফটওয়্যার ছাড়া কম্পিউটারের হার্ডওয়্যারগুলো অচল ও বোঝা ছাড়া আর কিছু না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *