জেরপথ্যালমিয়া বলতে কি বুঝায়?

জেরপথ্যালমিয়া হলো ভিটামিন ‘এ’-এর অভাবজনিত চোখের একটি রোগ। এ রোগে চোখের কর্ণিয়ার উপর শুষ্ক স্তর পড়ে ও তা ক্ষতিগ্রস্ত হয়। এতে চোখ শুকিয়ে যায় এবং পানি পড়া বন্ধ হয়ে যায়। চোখে আলো সহ্য হয় না, চোখে পুঁজ জমে এবং চোখের পাতা ফুলে যায়। উপযুক্ত চিকিৎসা করালে এ রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব। অন্যথায় চোখ চিরতরে নষ্ট হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *