ইনফ্রারেড কি? ইনফ্রারেড এর অসুবিধা। What is Infrared in Bangla?

ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার ফ্রিকোয়েন্সি সীমা ৩০০ গিগাহার্জ হতে ৪০০ টেরাহার্জ (THz) পর্যন্ত হয়ে থাকে। খুবই কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনে ইনফ্রারেড ব্যবহার করা হয়। এ প্রযুক্তিতে দু’প্রান্তে ট্রান্সমিটার এবং রিসিভার থাকে। সিগন্যাল ট্রান্সমিট করার কাজটি LED (Light Emitting Diode) বা ILD (Interjection Laser Diode)-এর মাধ্যমে সম্পন্ন হয় এবং ফটো ডায়োড সিগন্যাল রিসিভ বা গ্রহণ করে।

মাঝে কোনাে বাধা না থাকলে এ ধরনের ট্রান্সমিশন সিগনাল সর্বোচ্চ ৩০ মিটার পর্যন্ত যেতে পারে। ইনফ্রারেড সিগনালের অসুবিধা হচ্ছে এটি ঘরের দেয়াল বা শক্ত কোনাে বাধা ভেদ করতে পারে না। এছাড়া ইনফ্রারেড সিগনাল উজ্জল আলােক উৎসের সংস্পর্শে এলে এর অস্তিত্ব লােপ পায়। বিভিন্ন রিমােট কন্ট্রোল সিস্টেমে এ মাধ্যম ব্যবহৃত হয়।

ইনফ্রারেড সিগনাল ট্রান্সমিশনের আবার দুটো বহুল ব্যবহৃত পদ্ধতি আছে। যথা–
ক. পয়েন্ট-টু-পয়েন্ট
খ . ব্রডকাস্ট

ইনফ্রারেডের অসুবিধা

  • এটি ঘরের দেওয়াল বা অন্য কোনাে বস্তু ভেদ করে অপর প্রান্তে যেতে পারে না।
  • এই সিগনাল শক্তিশালী আলােক উৎসের সংস্পর্শে এলে এর অস্তিত্ব লােপ পায়।

 

শেষ কথা:

আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ইনফ্রারেড কি? ইনফ্রারেড এর অসুবিধা।” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts