এসএসসি (SSC) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. একুশ শতকের সম্পদ কী?

ক. কৃষি    খ. অর্থ

গ. জ্ঞান    ঘ. শিল্প-বাণিজ্য

সঠিক উত্তর : গ

২. পৃথিবীর সম্পদ কোনটি?

ক. রোবট    খ. জ্ঞান

গ. সাধারণ মানুষ    ঘ. খনিজ সম্পদ

সঠিক উত্তর : গ

৩. মানুষ পৃথিবীর সম্পদ, মানুষই পারে—

i. জ্ঞান সৃষ্টি করতে

ii. জ্ঞান ধারণ করতে

iii. জ্ঞান ব্যবহার করতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৪. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?

ক. Internet    খ. E-mail

গ. Internationalization    ঘ. Facebook

সঠিক উত্তর : গ

৫. Globalization এবং Internationalization বিষয় দুটির ত্বরান্বিত হওয়ার কারণ কী?

ক. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

খ. ইন্টারনেট

গ. জ্ঞানভিত্তিক অর্থনীতি

ঘ. গ্লোবাল ভিলেজ

সঠিক উত্তর : ক

৬. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিকাশের ফলাফল—

i. Green House Effect

ii. Globalization

iii. Internationalization

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

হাবিব স্যার ক্লাসে পড়ানোর সময় একুশ শতাব্দীর আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন।

৭. হাবিব স্যারের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

ক. জ্ঞান

খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

গ. অর্থ

ঘ. সৃজনশীলতা

সঠিক উত্তর : খ

৮. হাবীব স্যার যে বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন—

i. Information Technology

ii. Globalization

iii. Internationalization

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৯. প্রকৃতির ওপর মানুষের নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনে কারণ কী?

ক. অর্থের ব্যবহার

খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার

গ. ইন্টারনেট

ঘ. তথ্যের ক্রমবিকাশ

সঠিক উত্তর : খ

১০. একুশ শতাব্দীতে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে?

ক. অর্থ-সম্পদভিত্তিক

খ. বাজেটভিত্তিক

গ. জ্ঞানভিত্তিক

ঘ. তথ্যভিত্তিক

সঠিক উত্তর : গ

১১. একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে—

i. উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে

ii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে

iii. তথ্যপ্রযুক্তিতে পারদর্শী হতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

১২. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন তৈরি করে কত সালে?

ক. ১৮৩৩    খ. ১৮৪২

গ. ১৯৫৩    ঘ. ১৯৯১

সঠিক উত্তর : ঘ

১৩. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?

ক. চার্লস ব্যাবেজ

খ. অ্যাডা লাভলেস

গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

ঘ. জগদীশচন্দ্র বসু

সঠিক উত্তর : গ

১৪. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে— 

i. স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে

ii. সরকারি সেবার মান উন্নত হবে

iii. ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

১৫. শিল্পবিপ্লব কবে সংঘটিত হয়েছিল?

ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে

খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে

গ. ঊনবিংশের শেষে

ঘ. বিংশ শতাব্দীতে

সঠিক উত্তর : খ

১৬. ভবিষ্যতে পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে কারা?

ক. যারা ঘরে বসে থাকবে

খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে

গ. যারা অর্থভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে

ঘ. যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে

সঠিক উত্তর : খ

১৭. মানুষ কোনটির ওপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে?

ক. যন্ত্র    খ. ইচ্ছা

গ. জ্ঞান    ঘ. তথ্য

সঠিক উত্তর : ক

১৮. জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি?

ক. সৃজনশীলতা

খ. বিপ্লব করার ক্ষমতা

গ. চিন্তাভাবনা

ঘ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা

সঠিক উত্তর : ঘ

১৯. একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে কোন বিষয়টি অবশ্যই জানতে হবে?

ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার

খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

গ. বিশ্বগ্রাম

ঘ. বিশ্বায়ন

সঠিক উত্তর : খ

২০. মানুষের যন্ত্রের ওপর নির্ভরতার ফলে—

i. প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমে গেছে

ii. জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে

iii. কর্মসংস্থান হ্রাস পাচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

২১. বর্তমান যুগে টিকে থাকতে যেসব দক্ষতা আয়ত্ত করা প্রয়োজন—

i. জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা

ii. যোগাযোগের দক্ষতা

iii. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

২২. নতুন তথ্য সৃষ্টি করতে কোনটির প্রয়োজন?

ক. ইন্টারনেটের জগতে প্রবেশ

খ. জ্ঞান আহরণ

গ. তথ্যপ্রযুক্তির বিনাশ

ঘ. তথ্যপ্রযুক্তির জগতে প্রবেশ

সঠিক উত্তর : ক

২৩. ফেসবুকের নির্মাতা কে?

ক. স্টিভ জবস    খ. বিল গেটস

গ. মার্ক জাকারবার্গ    ঘ. টিম বার্নার্স লি

সঠিক উত্তর : গ

২৪. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করলে—

i. জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা সম্ভব হবে

ii. নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না

iii. তথ্য সংগ্রহ করতে পারবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

২৫. আধুনিক কম্পিউটারের জনক কে?

ক. চার্লস ব্যাবেজ

খ. অ্যাডা লাভলেস

গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

ঘ. স্টিভ জবস

সঠিক উত্তর : ক

২৬. চার্লস ব্যাবেজ কে ছিলেন?

ক. প্রকৌশলী ও গণিতবিদ

খ. চিত্রকর

গ. গবেষক

ঘ. শিক্ষক

সঠিক উত্তর : ক

২৭. চার্লস ব্যাবেজের জন্ম কত সালে?

ক. ১৭৯১    খ. ১৭৯২

গ. ১৭৯৩    ঘ. ১৮৫২

সঠিক উত্তর : ক

২৮. চার্লস ব্যাবেজের মৃত্যু হয় কত সালে?

ক. ১৮১৫    খ. ১৮৪২

গ. ১৮৫২    ঘ. ১৮৭১

সঠিক উত্তর : ঘ

২৯. ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে?

ক. চার্লস ব্যাবেজ

খ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

গ. মার্ক জাকারবার্গ

ঘ. অ্যাডা লাভলেস

সঠিক উত্তর : ক

৩০. Analytical Engine গণনা যন্ত্রটি কে আবিষ্কার করেন

ক. স্টিভ জজনিয়াক

খ. চার্লস ব্যাবেজ

গ. বিল গেটস

ঘ. মার্ক জাকারবার্গ

সঠিক উত্তর : খ

৩১. চার্লস ব্যাবেজের তৈরি করা গণনা যন্ত্রটির নাম কী?

ক. Difference Engine and Analytical Engine

খ. Calculator and Calculation

গ. Radio

ঘ. Micro-electronics

সঠিক উত্তর : ক

৩২. ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন—এ যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে?

ক. চৌম্বকীয় বলের মতো

খ. যান্ত্রিকভাবে গণনা করতে পারে

গ. কম্পিউটারের মতো কাজ করে

ঘ. গাড়ির ইঞ্জিনের মতো কাজ করে

সঠিক উত্তর : খ

৩৩. চার্লস ব্যাবেজের তৈরি করা প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়?

ক. লন্ডনের বিজ্ঞান জাদুঘরে

খ. ইতালিতে

গ. জার্মানিতে

ঘ. রাশিয়াতে

সঠিক উত্তর : ক

৩৪. কত সালে Difference ইঞ্জিন এবং Analytical ইঞ্জিন তৈরি করা হয়?

ক. ১৭৯১    খ. ১৮১৫

গ. ১৮৭১    ঘ. ১৯৯১

সঠিক উত্তর : ঘ

৩৫. ডিজিটাল বাংলাদেশ তৈরির চূড়ান্ত লক্ষ্য কী?

ক. সব শ্রেণির, সব ধরনের মানুষের জীবনের মান উন্নয়ন

খ. সুবিচার নিশ্চিত করা

গ. সব ক্ষেত্রে স্বচ্ছতা

ঘ. সব ক্ষেত্রে দায়বদ্ধতা

সঠিক উত্তর : ক

৩৬. কত সালে চার্লস ব্যাবেজের সঙ্গে অ্যাডা লাভলেসের পরিচয় হয়?

ক. ১৮১৫    খ. ১৮৩৩

গ. ১৮৪২    ঘ. ১৮৫২

সঠিক উত্তর : খ

৩৭. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?

ক. স্টিভ জবস    খ. চার্লস ব্যাবেজ

গ. অ্যাডা লাভলেস    ঘ. লর্ড বায়রন

সঠিক উত্তর : গ

৩৮. কত সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তাঁর ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

ক. ১৭৯১    খ. ১৮১৫

গ. ১৮৪২    ঘ. ১৮৭১

সঠিক উত্তর : গ

৩৯. ১৮৪২ সালে চার্লস ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তাঁর তৈরি করা ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

ক. এমআইটিএস

খ. তুরিন বিশ্ববিদ্যালয়

গ. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

ঘ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

সঠিক উত্তর : খ

৪০. অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন?

ক. কম্পিউটার    খ. ইংরেজি

গ. বিজ্ঞান ও গণিত    ঘ. সাহিত্য

সঠিক উত্তর : গ

৪১. অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়?

ক. ৫০ খ. ৬০

গ. ১০০ ঘ. ১১০

সঠিক উত্তর : গ

৪২. কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন?

ক. চার্লস ব্যাবেজ

খ. বিল গেটস

গ. অ্যাডা লাভলেস

ঘ. লর্ড বায়রন

সঠিক উত্তর : গ

৪৩. কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়?

ক. অ্যাডা লাভলেস

খ. লর্ড বায়রন

গ. স্টিভ জবস

ঘ. চার্লস ব্যাবেজ

সঠিক উত্তর : ক

৪৪. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে?

ক. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

খ. স্টিভ জবস

গ. গুগলিয়েলমো মার্কনি

ঘ. জগদীশচন্দ্র বসু

সঠিক উত্তর : ক

৪৫. বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি?

ক. তড়িৎ চৌম্বকীয় বল

খ. তড়িৎশক্তি

গ. চৌম্বক শক্তি

ঘ. চৌম্বকীয় বল

সঠিক উত্তর : ক

৪৬. বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বিজ্ঞানী?

ক. লর্ড বায়রন    খ. ম্যাক্সওয়েল

গ. মার্কনি    ঘ. জগদীশচন্দ্র বসু

সঠিক উত্তর : ঘ

৪৭. জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন?

ক. অতিদীর্ঘ তরঙ্গ

খ. অতিক্ষুদ্র তরঙ্গ

গ. ওয়াই-ফাই

ঘ. ফাইবার অপটিকস

সঠিক উত্তর : খ

৪৮. কত সালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন?

ক. ১৮৫২ খ. ১৮৫৩

গ. ১৮৭১    ঘ. ১৮৯৫

সঠিক উত্তর : ঘ

৪৯. গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

ক. নিউজিল্যান্ড  খ. মেক্সিকো

গ. ইতালি ঘ. জার্মানি

সঠিক উত্তর : গ

৫০. এক স্থান থেকে অন্যত্র তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন?

ক. বেতার তরঙ্গ

খ. অতিদীর্ঘ তরঙ্গ

গ. আণবিক শক্তি

ঘ. ফাইবার অপটিকস

সঠিক উত্তর : ক

৫১. আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কী?

ক. মাইক্রো    খ. মিনিফ্রেম

গ. মেইনফ্রেম    ঘ. ম্যাক্রো

সঠিক উত্তর : গ

৫২. বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল—

i. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক

ii. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা দেন

iii. বিনা তারে তথ্য পাঠানোর সম্ভাবনা তুলে ধরেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৫৩. কোন দশকে ইন্টারনেট প্রটোকলের ব্যবহার শুরু হয়?

ক. পঞ্চাশের দশকে

খ. ষাট-সত্তরের দশকে

গ. ষাট-আশির দশকে

ঘ. একুশ শতকে

সঠিক উত্তর : খ

৫৪. বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কী?

ক. আরপানেট    খ. টপোলজি

গ. প্রটোকল ঘ. ইন্টারনেট

সঠিক উত্তর : ক

৫৫. নেটওয়ার্ক কী?

ক. কম্পিউটারগুলোর মধ্যে আন্তঃসংযোগ

খ. ইন্টারনেটের নাম

গ. একাধিক প্রটোকল

ঘ. প্রোগ্রাম

সঠিক উত্তর : ক

৫৬. আরপানেট কী?

ক. একটি নেটওয়ার্কের নাম

খ. মাইক্রোপ্রসেসর

গ. প্রোগ্রাম

ঘ. ইন্টারনেট

সঠিক উত্তর : ক

৫৭. একজন যতক্ষণ পর্যন্ত প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত—

i. তথ্য বিশ্লেষণ করতে পারবে না

ii. নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না

iii. তথ্য সংগ্রহ করতে পারবে না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৫৮. রেমন্ড স্যামুয়েল টমলিনসন কে ছিলেন?

ক. গণিতবিদ    খ. চিকিৎসক

গ. প্রোগ্রামার ঘ. বিজ্ঞানী

সঠিক উত্তর : গ

৫৯. প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?

ক. জেমস ক্লার্ক

খ. অ্যাডা লাভলেস

গ. মার্ক জাকারবার্গ

ঘ. রেমন্ড স্যামুয়েল টমলিনসন

সঠিক উত্তর : ঘ

৬০. তথ্যপ্রযুক্তির বিকাশে ভূমিকা রেখেছেন—

i. চার্লস ব্যাবেজ

ii. লর্ড বায়রন

iii. অ্যাডা লাভলেস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৬১. কত সালে ই-মেইল সিস্টেম চালু হয়?

ক. ১৯৭১ খ. ১৯৭২

গ. ১৯৮২ ঘ. ১৯৯৫

সঠিক উত্তর : ক

৬২. অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?

ক. স্টিভ জবস

খ. স্টিভ জজনিয়াক

গ. রোনাল্ড ওয়েন

ঘ. তাঁরা সবাই

সঠিক উত্তর : ঘ

৬৩. কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি?

ক. Adobe খ. Dell

গ. Apple ঘ. Google

সঠিক উত্তর : গ

৬৪. মাইক্রোসফটের স্বত্বাধিকারী কে?

ক. স্টিভ জবস

খ. মার্ক জাকারবার্গ

গ. টিম বার্নার্স লি

ঘ. বিল গেটস

সঠিক উত্তর : ঘ

৬৫. এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল ব্যক্তিত্ব—

i. গুগলিয়েলমো মার্কনি

ii. জগদীশচন্দ্র বসু

iii. অ্যাডা লাভলেস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৬৬. এমএস ডস কী?

ক. কম্পিউটার অপারেটিং সিস্টেম

খ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম

গ. ডেটাবেইস

ঘ. ইন্টারনেট প্রটোকল

সঠিক উত্তর : ক

৬৭. উইন্ডোজ কী?

ক. হিসাব-নিকাশের প্রোগ্রাম

খ. নেটওয়ার্কের নেটওয়ার্ক

গ. কম্পিউটার অপারেটিং সিস্টেম

ঘ. ডেটাবেইস প্রোগ্রাম

সঠিক উত্তর : গ

৬৮. HTTP এর পূর্ণ রূপ কোনটি?

ক. Hypertext Transfer Protocol

খ. Hyper Text Transfer Permissior

গ. Hyper Text Tansformation Protocol

ঘ. Hyper Text Transit Pass

সঠিক উত্তর : ক

৬৯. HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করা হয় কত সালে?

ক. ১৯৫৩ খ. ১৯৫৫

গ. ১৯৭১ ঘ. ১৯৮৯

সঠিক উত্তর : ঘ

৭০. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক কে?

ক. অ্যাডা লাভলেস

খ. স্টিভ জবস

গ. টিম বার্নার্স লি

ঘ. লর্ড বায়রন

সঠিক উত্তর : গ

৭১. ইন্টারনেট কী?

ক. ই-মেইল

খ. ওয়েবের সমষ্টি

গ. একটি নেটওয়ার্ক

ঘ. নেটওয়ার্কের নেটওয়ার্ক

সঠিক উত্তর : ঘ

৭২. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কে ছিলেন?

ক. বিল গেটস

খ. মার্ক জাকারবার্গ

গ. গুগলিয়েলমো মার্কনি

ঘ. ম্যাক্সওয়েল

সঠিক উত্তর : খ

৭৩. ফেসবুক কী ধরনের ওয়েবসাইট?

ক. ভিডিও ওয়েবসাইট

খ. বাণিজ্যিক যোগাযোগমাধ্যম

গ. এনসাইক্লোপিডিয়া

ঘ. সামাজিক যোগাযোগমাধ্যম

সঠিক উত্তর : ঘ

৭৪. Stastica–এর সাইটে ২০১৮ সালে জুলাই–সেপ্টেম্বর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?

ক. ২.৭ বিলিয়ন খ. ২.৯ বিলিয়ন

গ. ৩.১ বিলিয়ন   ঘ. ৩.৭ বিলিয়ন

সঠিক উত্তর : ক

৭৫. E-learning – এর পূর্ণ রূপ কোনটি?

ক. Electronic learning

খ. Electronics learning

গ. Internet learning

ঘ. Information learning

সঠিক উত্তর : ক

৭৬. E-learning কী?

ক. মাল্টিমিডিয়ার ব্যবহার

খ. Distance learning

গ. অনলাইনের মাধ্যমে পাঠদান

ঘ. ওপরের সব কটি

সঠিক উত্তর : ঘ

৭৭. নিচের কোনটি শিক্ষা ক্ষেত্রের আধুনিক পদ্ধতি?

ক. ই-লার্নিং খ. ই-পর্চা

গ. ই-গভর্ন্যান্স ঘ. ই-বুক

সঠিক উত্তর : ক

৭৮. বর্তমানে ক্লাসরুমে শিক্ষকেরা কিসের সাহায্যে পাঠদানে আগ্রহী হচ্ছেন?

ক. মাল্টিমিডিয়া  খ. প্রজেক্টর

গ. কম্পিউটার ঘ. বই

সঠিক উত্তর : ক

৭৯. বিজ্ঞানের বিষয়গুলো শিক্ষার্থীরা সহজে শিখতে পারছে কিসের সাহায্যে?

ক. এনসাইক্লোপিডিয়া

খ. ই-লার্নিং

গ. বই

ঘ. ওয়েবসাইট

সঠিক উত্তর : খ

৮০. পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের অসংখ্য কোর্স কোথায় উন্মুক্ত করে দিয়েছে?

ক. অনলাইনে

খ. ওয়েব পোর্টালে

গ. নেটওয়ার্কে

ঘ. বইয়ে

সঠিক উত্তর : ক

৮১. শিক্ষক তাঁর শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন কোন প্রক্রিয়ায়?

ক. স্কাইপিতে

খ. ই-বুক প্রক্রিয়ায়

গ. ই-লার্নিং প্রক্রিয়ায়

ঘ. প্রচলিত পাঠদান পদ্ধতিতে

সঠিক উত্তর : ঘ

৮২. ই-লার্নিংয়ের জন্য প্রথম এবং অবশ্য প্রয়োজনীয় উপাদান কোনটি?

ক. শিক্ষক

খ. ইন্টারনেট

গ. তথ্য

ঘ. ই-লার্নিং সম্পর্কে জ্ঞান

সঠিক উত্তর : খ

৮৩. বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদেরা বাংলায় কোর্স দেওয়ার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন?

ক. ইন্টারনেট

খ. জিপিএস

গ. মাল্টিমিডিয়া

ঘ. ওয়েবসাইট পোর্টাল

সঠিক উত্তর : ঘ

৮৪. শিক্ষকেরা পাঠদান ভিডিও করে সেটি সবার মধ্যে বিতরণ করতে পারেন কোন প্রক্রিয়ায়?

ক. ই-কমার্স    খ. ই-পুর্জি

গ. ই-পর্চা    ঘ. ই-লার্নিং

সঠিক উত্তর : ঘ

৮৫. সুশাসনের জন্য কী দরকার?

ক. স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা

খ. অস্বচ্ছতা

গ. অব্যবস্থা

ঘ. আধুনিক ব্যবস্থা

সঠিক উত্তর : ক

৮৬. কোন ব্যবস্থা গ্রহণের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব?

ক. ডিজিটাল ব্যবস্থা

খ. ই-লার্নিং

গ. আইন প্রণয়ন

ঘ. ই-ভোটিং

সঠিক উত্তর : ক

৮৭. মুঠোফোন দিয়ে করা যায় —

i. ট্রেনের টিকিট কাটা

ii. বেড়াতে যাওয়া

iii. নানান সরকারি সেবা গ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৮ ও ৮৯ নম্বর প্রশ্নের উত্তর দাও

সুমন সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে, ফোনে সে ঢাকায় এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের চিকিৎসক ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন।

৮৮. স্থানীয় চিকিৎসক যে পদ্ধতিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন—

i. টেলিমেডিসিন সেবা

ii. ই-স্বাস্থ্যসেবা

iii. ই-কমার্স সেবা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৮৯. সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তির ভূমিকা প্রধান?

ক. আইসিটি খ. টেলিভিশন

গ. রোবট ঘ. কম্পিউটার

সঠিক উত্তর : ক

৯০. ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয়—

i. কর্মসংস্থান হ্রাস

ii. দক্ষ জনশক্তি তৈরি

iii. জনসাধারণের অংশগ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৯১. ATM–এর পূর্ণ রূপ কী?

ক. Automated Teller Machine

খ. Automated Tell Machine

গ. Automated Transfer Machine

ঘ. Auto Teller Machine

সঠিক উত্তর : ক

৯২. EMTS–এর পূর্ণ রূপ কী?

ক. Electric Money Transfer Machine

খ. Electronic Money Transfer System

গ. Electric Money Trust System

ঘ. Electronic Mony Test Service

সঠিক উত্তর : খ

৯৩. শাসনব্যবস্থা ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে?

ক. ডিজিটাল অবস্থা

খ. ই-গভর্ন্যান্স

গ. সুশাসন

ঘ. ইলেকট্রনিক পদ্ধতি

সঠিক উত্তর : গ

৯৪. ই-গভর্ন্যান্স বলতে কী বোঝায়?

ক. অ্যানালগ পদ্ধতির প্রয়োগ

খ. শাসনব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ

গ. আধুনিক পদ্ধতি গ্রহণ

ঘ. চিকিৎসাসেবা প্রদান

সঠিক উত্তর : খ

৯৫. বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে কোন মাধ্যমের ব্যবহার বেশি দেখা যায়?

ক. মুঠোফোন    খ. ফেসবুক

গ. চিঠি    ঘ. টেলিভিশন

সঠিক উত্তর : ক

৯৬. বর্তমানে ই-সেবা কেন্দ্র থেকে যেকোনো ধরনের সেবা পেতে কত দিন সময় লাগে?

ক. ২-৪ খ. ২-৫

গ. ১০  ঘ. ১৫

সঠিক উত্তর : খ

৯৭. বর্তমানে দেশের সব জমি রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায়—

i. অনলাইনে

ii. ই–সেবার অধীনে

iii. যেকোনো স্থান থেকে ফি জমা দিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৯৮. নাগরিকের জীবনমান উন্নত করতে কোনটি প্রয়োজন?

ক. ই-লার্নিং

খ. আইন প্রণয়ন

গ. গভর্ন্যান্স

ঘ. সামাজিক দায়বদ্ধতা

সঠিক উত্তর : গ

৯৯. ই-সার্ভিসের অন্তর্ভুক্ত সেবা হলো —

i. ই-কমার্স

ii. ই-পুর্জি

iii. ই-পর্চা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

১০০. ই-সেবার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো—

i. স্বল্প খরচ

ii. সহজ সেবা প্রদান

iii. স্বল্প সময়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top