পড়াশোনা

আইন বিষয়ক প্রশ্ন ও উত্তর

1 min read
আইন প্রধানত কী নিয়ন্ত্রণ করে?
উত্তর : মানুষের বাহ্যিক কার্যকলাপ।

সমাজের প্রতিটি ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান-এ থেকে কী প্রমাণিত হয়?
উত্তর : আইন সর্বজনীন।

আইনের সুপ্রাচীন উৎস কোনটি?
উত্তর : প্রথা।

আইন ব্যক্তির কী হিসেবে কাজ করে?
উত্তর : রক্ষক।

আইনের ছয়টি উৎসের কথা কে বলেছেন?
উত্তর : অধ্যাপক হল্যান্ড।

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি?
উত্তর : সংবিধান।

কোনটি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে?
উত্তর : আইন।

‘আইনের নিয়ন্ত্রণ আছে বলে স্বাধীনতা রক্ষা পায়।’ উক্তিটি কার?
উত্তর : উইলোবির।

কোন দেশে অধিকাংশ আইন প্রথার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে?
উত্তর : ব্রিটেনে।

কোনটি আইনের অন্যতম উৎস?
উত্তর : ধর্ম।

গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করে কোনটি?
উত্তর : আইনের শাসন।

আধুনিক কালে আইনের প্রধান উৎস কোনটি?

উত্তর : আইনসভা।

আইন সাধারণত কত প্রকার?
উত্তর : ৩ প্রকার।

আইন কোনটির রক্ষক হিসেবে কাজ করে?
উত্তর : ব্যক্তিস্বাধীনতার।

রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য কোন আইন প্রণয়ন করা হয়?
উত্তর : ফৌজদারি আইন ও দণ্ডবিধি।

কোন আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়?
উত্তর : সাংবিধানিক।

ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখতে যে আইন প্রণয়ন করা হয় তাকে কী আইন বলে?
উত্তর : সরকারি আইন।

মানবতা বিরোধী আইন কার সাথে সম্পৃক্ত?
উত্তর : হিটলার।

আইনের মূল কথা কোনটি?
উত্তর : আইনের চোখে সবাই সমান।

আইনের উৎস কয়টি?
উত্তর : ৬টি।

আইন মানুষের কোন ধরনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে?
উত্তর : বাহ্যিক।

আইনের শাসন দ্বারা সুসম্পর্ক সৃষ্টি হয়–
উত্তর : শাসক ও শাসিতের।

রাষ্ট্র আইন প্রণয়ন করে কেন?
উত্তর : নাগরিকদের সুখ-শান্তির জন্য। 

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x